যেভাবে মিশরে পৌঁছালেন গাজায় আটকা পড়া মা-মেয়ে
ছবি:সংগৃহীত
চলছে হামাস-ইসরায়েলের লড়াই। হামাসের হামলার প্রতিবাদে গাজায় প্রতিদিন বর্বর হামলা চালাচ্ছে ইসরাইলি বিমান বাহিনী । প্রতিদিন মারা যাচ্ছে শিশু, নারি সহ সাধারন মানুষ। এই পরিস্থিতির মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আটকে পড়েছিলেন ভারতশাসিত কাশ্মিরের মা ও মেয়ে । ভারতীয় দূতাবাসের কাছে গাজা থেকে উদ্ধারের আবেদন জানানোর পর তাদের নিরাপদে মিশরে নেওয়া হয়।
কাশ্মিরি ওই মায়ের নাম লুবনা নাজির শাবু, আর মেয়ের নাম করিমা। গাজায় ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে তারা সেখান থেকে তাদের উদ্ধার করার জন্য ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিলেন।
ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে টেলিফোনে লুবনা জানিয়েছেন, তিনি তেল আবিব, কায়রোসহ তিনটি ভারতীয় দূতাবাসের কাছে তাদের উদ্ধার করার জন্য আবেদন জানিয়েছিলেন।
সংঘাত শুরুর পর তিনি সপরিবারে দক্ষিণ গাজায় চলে গিয়েছিলেন। তারপর সেখান থেকে বের হতে পারছিলেন না। পরে মরিয়া হয়ে তিনি ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন।
Amb @AjitVGupte received Mrs Lubna Nazir Shaboo, Indian national who has just arrived safely in Cairo, after being evacuated from Gaza. She and her family are in good health. Mrs Lubna expressed deep gratitude to @indembcairo, @indemtel and @ROIRamallah for their assistance. pic.twitter.com/F4yLH13lZK
— India in Egypt (@indembcairo) November 14, 2023
লুবনা বলেছেন, গাজার অবস্থা ভয়াবহ। প্রতি সেকেন্ডে বোমা পড়ছে। বাড়ি কেঁপে কেঁপে উঠছে। সেই ভয়াবহ পরিস্থিতি সহ্য করা যায় না। তার ওপর পানি নেই, বিদ্যুৎ নেই। তারা তিনটি পরিবার দক্ষিণ গাজায় চলে আসেন।
পরে ভারতীয় দূতাবাসের সহায়তায় রাফাহ সীমান্ত দিয়ে তারা মিশরে পৌঁছান। বুধবার তারা কায়রো পৌঁছেছেন। এটাই এখন গাজা থেকে বের হওয়ার একমাত্র রাস্তা। তবে এই রাস্তা সমসময় খোলা থাকে না। মাঝেমধ্যে খোলে।
কায়রোতে লুবনারা ভারতীয় রাষ্ট্রদূত অভিজিত গুপ্তার সঙ্গে দেখা করেছেন। তিনি ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছেন। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, লুবনা ও তার পরিবার সুস্থ আছেন।