মদ বিক্রি না করায় ক্ষেপে গিয়ে দোকানে আগুন দিলেন ক্রেতা

ফাইল ছবি
একটি মদের দোকানে মদ কিনতে যান একজন ক্রেতা। কিন্তু দোকানে কর্মরতকর্মীরা ওই ব্যক্তির কাছে মদ বিক্রি না করায় ক্ষেপে গিয়ে ক্রেতা দোকানে আগুন ধরিয়ে দেন। ভারতের বিশাখাপত্তনমে রোববার (১২ নভেম্বর) এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পথিনামালয়্যা পালেমের পরিদর্শক রামা কৃষ্ণের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মধু নামে এক ব্যক্তি মাদুরওয়াদা এলাকায় একটি মদের দোকানে নেমেছিলেন, কিন্তু দোকান বন্ধের সময় হয়ে যাওয়ায় দোকানিরা তাকে মদ দিতে অস্বীকৃতি জানায়। এরপরই সে এমন কাণ্ড করে ।
মদ না দেওয়া ওই ব্যক্তি দোকানে থাকা কর্মীদের সঙ্গে তর্কে লিপ্ত হয়ে, এক পর্যায়ে সে ওখান থেকে চলে যায়। এরপর রোববার সকালে ওই ব্যক্তি দোকানের সামনে হাজির হয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়। এসময় দোকানোর কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তারা আগুন নেভাবে সক্ষম হয়নি। ফরে দোকানটি পুড়ে যায়।
এ ঘটনার পর মামলা করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
