রাজমুকুট পরে সিংহাসনে বসলেন রাজা চার্লস
জমকালো আয়োজনের মধ্য দিয়ে শনিবার (৬ মে) রাজমুকুট পরলেন রাজা তৃতীয় চার্লস। ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণ করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এর আগে খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেলে হাত রেখে শপথ বাক্য পাঠ করেন তৃতীয় চার্লস। শপথ গ্রহণের পর ধর্মীয় ও রাজপরিবারের রীতি মেনে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে তাকে মুকুট পরিয়ে দেওয়া হয়। এরপর সিংহাসনে বসেন তিনি। পরে তার স্ত্রী রানি কনসোর্ট ক্যামিলাকেও মুকুট পরিয়ে দেওয়া হয়।
শনিবার দিনভর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজা তৃতীয় চার্লস ও রানি কনসোর্ট ক্যামিলার রাজ্যাভিষেক হয়।
অভিষেক শেষে ওয়েস্টমিনস্টার অ্যাবে ছেড়ে বাকিংহাম প্যালেসে ফিরে যাবেন রাজা চার্লস ও রানি ক্যামিলা। এসময় তারা এক মাইল শোভাযাত্রায় অংশ নেবেন। শোভাযাত্রায় ৩৯টি দেশের ৪ হাজার সেনা সদস্য থাকবে।
এর আগে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে যোগ দিতে দেশ-বিদেশের নেতা ও তারকারাও ওয়েস্টমিনস্টার অ্যাবেতে জড়ো হন। বিশ্বের প্রায় ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান এবং বিশ্বের গণ্যমান্য ব্যক্তিরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
গত বছরের সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার বড় ছেলে চার্লস যুক্তরাজ্য এবং আরও ১৫টি দেশের রাজা হন।
এসজি