ফলোয়ার কমে যাওয়ায় যা বলল ফেসবুক
বিশ্বের অন্যতম বৃহত্তম ও জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এই যোগাযোগমাধ্যমের সাহায্যে মানুষ একে অন্যের সঙ্গে বন্ধু হওয়ার যেমন সুযোগ পায় তেমনি কাউকে ফলো করা বা অনুসারী হবার সুযোগও রয়েছে।
বুধবার (১২ অক্টোবর) সকালে অনেকে ফেসবুক ব্যবহারকারী নিজেদের প্রোফাইলে তাকিয়ে চমকে ওঠেন। হঠাৎ করেই ফলোয়ার সংখ্যা নেমে আসে ১০ হাজারের নিচে। এ ঘটনা রীতিমতো সবাইকে অবাক ও হতাশ করে।
প্রথমে সবাই ভাবতে থাকেন শুধু তার ক্ষেত্রেই মনে হয় এমনটি হয়েছে, সেটা নিয়ে ফেসবুকে পোস্টও দেন অনেকে। কিন্তু পরে দেখা যায় প্রায় সবারই এক অবস্থা।
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ফলোয়ার সংখ্যা প্রায় ১২ কোটি। তিনিও এ বিভ্রাট থেকে বাদ পড়েননি। কোটির ঘর থেকে তার ফলোয়ার সংখ্যা নেমে আসে নয় হাজারের ঘরে। অনেকেই এ নিয়ে নানান মজাও করতে থাকেন।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, সমস্যার কারণ জানতে ফেসবুকের সঙ্গে যোগাযোগ করা হয়। হঠাৎ করে ফেসবুকে সবার ফলোয়ার এত কমে গেল কীভাবে, এটা কি ফেসবুকের কোন কারিগরি ত্রুটি, নাকি তারা কোনো পরিবর্তন আনতে যাচ্ছে?
পরে ফেসবুক জানায় ‘আমরা জানি যে কিছু মানুষ তাদের ফেসবুক প্রোফাইলে ফলোয়ার সংখ্যা ঠিকঠাক পাচ্ছেন না। আমরা যত দ্রুত সম্ভব সেটি স্বাভাবিক করতে কাজ করছি। এই অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’
অবশ্য এর কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হতে শুরু করে ফেসবুকের ফলোয়ার সংখ্যা।
এমএমএ/