ইউক্রেনে জার্মান দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বড় বড় কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভে অবস্থিত জার্মানির দূতাবাসেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তবে হামলায় হতাহতদের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
সোমবার (১০ অক্টোবর) সকালে এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
কিয়েভে অবস্থিত জার্মান দূতাবাসে হামলার পর জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভিসা সংক্রান্ত কাজে ওই ভবন ব্যবহার করা হতো। কিন্তু গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হলে সেখানকার কার্যক্রম বন্ধ রাখা হয়। হামলায় দূতাবাসের কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেন দেশটির বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত। কিয়েভসহ ইউক্রেনের বেশ কিছু অঞ্চলের রাশিয়া ৮৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানান তিনি।
ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ১০ জন নিহত ও ৬০ জন আহত হয়েছে বলে ইউক্রেনীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
এসজি