আয়ারল্যান্ডের পেট্রোল পাম্পে বিস্ফোরণ, নিহত ১০
আয়ারল্যান্ডের কাউন্টি ডোনেগালের একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণে ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই কিশোর এবং এক অল্পবয়সী মেয়েও রয়েছে।
রবিবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
দেশটির পুলিশ জানিয়েছে, গত শুক্রবার স্থানীয় সময় বিকাল ৩টার কিছু পরে ক্রিসলো গ্রামের উপকণ্ঠে অ্যাপলগ্রিন পেট্রোল স্টেশনে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। এতে ১০ জন নিহত হলেও আর কোনো হতাহতের আশঙ্কা করা হচ্ছে না।
পুলিশ জানিয়েছে, ঘটনার পরই তিনজনের মৃত্যু হয়। পরে সেদিন রাতে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়। সবশেষ শনিবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০ জনে।
ঘটনাস্থল থেকে প্রায় ১৫০ মিটার দূরে অবস্থিত বাড়ির বাসিন্দা কাইরান গ্যালাঘে বিবিসিকে বলেন, বিস্ফোরণের শব্দ ‘বোমার’ শব্দের মতো শোনাচ্ছিল। তিনি জানান, ‘আমি সে সময় বাড়িতেই ছিলাম। বিস্ফোরণের শব্দ শুনতে পেয়ে তাৎক্ষণিক ভাবে আমি বুঝতে পারি কিছু একটা ঘটছে। ওটা ছিল বোমা বিস্ফোরণের শব্দের মতো।’
পুলিশ বলেছে, এখনো পর্যন্ত সংগ্রহ করা প্রমাণগুলো ইঙ্গিত করে বিস্ফোরণটি একটি মর্মান্তিক দুর্ঘটনা ছিল। বিস্ফোরণে একটি বিল্ডিং ও একটি অ্যাপার্টমেন্ট ব্লকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন এ বিস্ফোরণকে একটি ‘বিশাল আঘাত’ হিসেবে বর্ণনা করেছেন।
শনিবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি বলেন, ‘যা ঘটেছে তাতে পুরো জাতি হতবাক।’
আরএ/