করোনায় আরও ১১৬৬ জনের মৃত্যু
বেশ কিছুদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছিল করোনা মহামারি শেষের দিকে। সেপ্টেম্বরের মাঝামাঝিতেই এই ঘোষণা দিলেও এখনো প্রতিদিনই করোনায় মানুষ মরছে। সেই সঙ্গে বাড়ছে নতুন করে আক্রান্তের সংখ্যাও।
শুক্রবার বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৬৬ জনের। নতুন করে শনাক্ত হয়েছে ৪ লাখ ৫৩ হাজার ১১৪ জনের।
করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে শনিবার (৮ অক্টোবর) এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর তালিকার শীর্ষে এসেছে যুক্তরাষ্ট্রের নাম। দেশটিতে মারা গেছেন ২২৯ জন এবং নতুন আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৫২৪ জন।
অন্যদিকে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে জার্মানি। এ দিন করোনায় নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২২ হাজার ২৬৫ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১২৯ জনের।
রাশিয়া করোনোয় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৪ জনের এবং নতুন আক্রান্ত হয়ছেন ২২ হাজার ২৬৮ জন। ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯০ জনের এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৪৯ জন। স্পেনে মৃত্যু হয়েছে ৬৮ জনের এবং নতুন আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬১৫ জন। ফ্রান্সে করোনায় আক্রান্ত মৃত্যু হয়েছে ৫৩ জনের এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ১২১ জন।
এ ছাড়া জাপানে মৃত্যু হয়েছে ৭৩ জনের এবং নতুন করে আক্রান্ত ২৯ হাজার ৪৪৩ জন।
বিশ্বে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৩৯ লাখ ৩৩ হাজার ৫৯৯ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৩৮ লাখ ৯৩ হাজার ৭৮৭ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৩৯ হাজার ৮১২ জন।
এসএন