পদার্থে নোবেল পেলেন অ্যাসপেক্ট, ক্লজার ও জেলিঙ্গার
এ বছর পদার্থে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও অস্ট্রিয়ার ৩ বিজ্ঞানী। তারা হলেন, অ্যালাইন অ্যাসপেক্ট, জন এফ ক্লজার ও অ্যান্টন জেলিঙ্গার। মঙ্গলবার (৪ অক্টোবর) নোবেল কমিটি এ ঘোষণা দেয়।
নোবেল কমিটির ওয়েবসাইটি বলা হয়, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ২০২২ অ্যালাইন অ্যাসপেক্ট, জন এফ ক্লজার এবং অ্যান্টন জেলিঙ্গারকে প্রদান করা হয়েছে। ফোটন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা, বেল অসমতা এবং অগ্রণী কোয়ান্টাম তথ্য বিজ্ঞানের লঙ্ঘন প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়।
তাদের ফলাফল কোয়ান্টাম তথ্যের উপর ভিত্তি করে নতুন প্রযুক্তির পথ পরিষ্কার করেছে। নোবেল কমিটির তথ্য অনুযায়ী, ৩ থেকে ১০ অক্টোবর পর্যন্ত নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।
প্রথম দিনে অর্থাৎ সোমবার (৩ অক্টোবর) চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু এবং ১০ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে কার্যক্রম।
বুধবার (৫ অক্টোবর) ঘোষণা করা হবে রসায়নে নোবেল বিজয়ীর নাম। এরপর ৬ ও ৭ অক্টোবর ঘোষণা করা হবে সাহিত্য এবং শান্তিতে নোবেল বিজয়ীদের নাম। সবশেষ সোমবার (১০ অক্টোবর) ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।
পুরস্কার ঘোষণা অনুষ্ঠান নোবেল পুরস্কারের অফিসিয়াল ওয়েবসাইটে সম্প্রচার করা হবে। বিজয়ীদের বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে।
এমএমএ/