চিকিৎসায় নোবেল পেলেন সুইডিশ বিজ্ঞানী
মানবজাতির বিবর্তনের জিনতত্ত্ব আবিষ্কারের জন্য চিকিৎসায় এ বছর নোবেল পেলেন সুইডিশ বিজ্ঞানী সাভান্তে পাবো।
সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশে সময় বিকাল সাড়ে ৩টার দিকে এ পুরস্কার ঘোষণা করা হয়। আগামী ডিসেম্বরে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে পুরস্কারের পদক, সনদ ও অর্থ।
নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়ে, ২০২২ সালে চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের জিনবিজ্ঞানী সাভান্তে পাবো। বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে পাবোকে।
তাপমাত্রা এবং স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য গত বছর নোবেল চিকিৎসায় এ পুরস্কার পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের ডেভিড জুলিয়াস এবং লেবাননের আর্ডেম প্যাটোপোশিয়ান।
এমএমএ/