বাইডেনকে আমেরিকার শত্রু বললেন ট্রাম্প
বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে রাষ্ট্রের শত্রু হিসেবে আখ্যায়িত করেলেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (৩ সেপ্টেম্বর) পেনসিলভানিয়ায় এক সমাবেশে এ মন্তব্য করেন ট্রাম্প।
রবিবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।
এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ‘চরমপন্থি’ সমর্থকদের তীব্র সমালোচনা করেছিলেন জো বাইডেন। তিনি তাদের আমেরিকার ‘গণতন্ত্রের জন্য হুমকি’ বলে আখ্যায়িত করেছিলেন। এবার সেই কথার জবাব দিলেন ডোনাল্ড ট্রাম্প।
গত মাসে তার ফ্লোরিডার বাড়িতে এফবিআইয়ের অভিযানের তীব্র নিন্দা জানিয়ে ডোনাল্ড ট্রাম্প পেনসিলভানিয়ার সমাবেশে জো বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ হিসাবে আখ্যায়িত করেন।
ট্রাম্প বলেন, ‘আমেরিকান স্বাধীনতার বিরুদ্ধে বাস্তব হুমকির প্রাণবন্ত উদাহরণ হচ্ছে এই ঘটনাটি (ফ্লোরিডার বাড়িতে অভিযান)। এ সময় আমরা আমেরিকার ইতিহাসে যেকোনো প্রশাসনের অধীনে ক্ষমতার সবচেয়ে মর্মান্তিক অপব্যবহারের সাক্ষী হয়েছি, এটি আপনারাও দেখেছেন।’
বাইডেন প্রশাসন ওই অভিযানটি তত্ত্বাবধান করেছে বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, মার্কিন বিচার বিভাগ ও এফবিআই হোয়াইট হাউস থেকে স্বাধীনভাবে কাজ করার যে দীর্ঘস্থায়ী প্রোটোকল রয়েছে এটি তার বিরোধী।
সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমেরিকান প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে জঘন্য ও ঘৃণ্য বক্তৃতা দিয়েছেন জো বাইডেন। তিনি রাষ্ট্রের শত্রু। এটা আপনাদের জানা দরকার।’
আরএ/