জার্মানিতে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধই থাকছে
জার্মানিতে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধই থাকবে বলে জানিয়েছে রাশিয়ান রাষ্ট্রীয় শক্তি সংস্থা গ্যাজপ্রম। তিন দিন বন্ধ থাকার পর শনিবার (৩ সেপ্টেম্বর) থেকে পুনরায় গ্যাস সরবরাহ চালু করার কথা ছিল।
ফার্মটি বলেছে, পাইপলাইন নর্ডস্ট্রিম-১ এ নতুন একটি লিকেজ পাওয়া গেছে, তাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে গ্যাস সরবরাহ।
শুক্রবার (২ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ান রাষ্ট্রীয় শক্তি সংস্থা গ্যাজপ্রম। খবর বিবিসির।
খবরটি এমন এক সময়ে এল যখন আশঙ্কা করা হচ্ছে জার্মানির পরিবারগুলো এই শীতে গরম করার খরচ বহন করতে সক্ষম হবে না। এমনিতেই রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে জ্বালানির দাম বেড়েছে। গ্যাস সরবরাহ বন্ধ থাকলে সংকট আরও বাড়িয়ে দেবে।
এদিকে পশ্চিমা দেশগুলো বলছে, পাইপলাইন মেরামত নয়, রাশিয়া জ্বালানি সংকট নিয়ে খেলছে। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, ইউক্রেনে আগ্রাসনের বিরুদ্ধে তাদের বিরোধী অবস্থানকে দুর্বল করে দেওয়ার জন্য রাশিয়া ইচ্ছা করেই গ্যাসের দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।
অন্যদিকে আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতিশোধ হিসেবে অর্থনৈতিক অস্ত্র হিসেবে জ্বালানি সরবরাহ ব্যবহার করার কথা অস্বীকার করেছে মস্কো।
নর্ডস্ট্রিম-১ গ্যাস পাইপলাইনটি সেন্ট পিটার্সবার্গের কাছে রাশিয়ান উপকূল থেকে উত্তর-পূর্ব জার্মানি পর্যন্ত বিস্তৃত, যা দিয়ে প্রতিদিন ১৭০ মিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করা হয়।
আরএ/