পাল্টা আক্রমণে রাশিয়ার শতাধিক সেনা নিহত: ইউক্রেন
রুশ দখলকৃত দক্ষিণাঞ্চলে পাল্টা হামলায় রাশিয়ার ১০২ সেনা ও ছয়টি ট্যাংক ধ্বংস করা হয়েছে বলে দাবি ইউক্রেনের সেনাবাহিনীর।
বৃহস্পতিবার ফেসবুকে এক পোস্টে এই দাবি জানিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনীর অপারেশনাল কমান্ড সাউথ (ওসিএস)। মার্কিন সাময়িকী নিউজউইক এ খবর জানিয়েছে।
ওসিএস জানিয়েছে, তাদের হামলায় রশ বাহিনীর সরবরাহ ও মজুত ধ্বংস হয়েছে, কন্ট্রোল ও পরিবহন রুটে অগ্নি নিয়ন্ত্রণে হামলা অব্যাহত রয়েছে।
তারা আরও জানিয়েছে, ইউক্রেনের বিমানবাহিনী রাশিয়ার কমান্ড ও সাপোর্ট পয়েন্টে বিমান হামলা চালিয়েছে। এগুলো রুশ বাহিনীর জ্বালানি, সরঞ্জাম ও পরিবহন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া একটি এমএলআরএস শ্রেণির ক্ষেপণাস্ত্র লঞ্চার, একটি এমএসটিএ-বি হাউইটজার ও একটি ভ্রাম্যমাণ ১২০ এমএম মর্টার ধ্বংস করা হয়েছে।
তারা দাবি করেছে, দখল অব্যাহত রাখতে রুশ সেনারা ইউক্রেনীয় অবস্থানে কামান ও মর্টারের গোলাবর্ষণসহ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে।
খেরসন ও আশেপাশের এলাকায় ইউক্রেনীয় সেনারা রুশ বাহিনীর পাঁচটি গোলাবারুদের গুদাম ধ্বংস করেছে বলে দাবি করেছে ওসিএস।
পশ্চিমা মিত্রদের সরবরাহকৃত হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস (হিমার্স) পাওয়ার পর ইউক্রেনের সেনাবাহিনী খেরসন মুক্ত করতে অভিযান জোরদার করেছে। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আক্রমণের শুরুর দিকেই অঞ্চলটির দখল নেয় রাশিয়া।
পাল্টা আক্রমণের তথ্য বিস্তৃতভাবে প্রকাশ করছে না ইউক্রেনের সেনাবাহিনী। তবে দেশটির কর্মকর্তারা দ্রুত সাফল্য পাওয়ার বিষয়ে সতর্ক অবস্থান ব্যক্ত করছেন।
এর আগে বৃহস্পতিবার ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছিল, খেরসন অঞ্চলে রুশ দখলকৃত দারিভকা গ্রামে একটি পন্টুন সেতু ধ্বংস করা হয়েছে। ওই দিন রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, রুশ সেনাবাহিনী খেরসনের আন্দ্রেয়েভকা এলাকায় এক প্লাটুন মার্কিন নির্মিত এম৭৭৭ হাউইটজার ধ্বংস করেছে।
টিটি/