জাপোরিঝঝিয়ার কাছে পাল্টাপাল্টি গোলাবর্ষণ চলছে: ব্রিটেন
রাশিয়ার দখলকৃত ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে তীব্র সংঘর্ষ চলছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কেন্দ্রটিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) পরিদর্শক দলের উপস্থিতির মধ্যেই এ লড়াই চলছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।
জাপোরিঝঝিয়ার এনারহোদর শহরে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে এ সংঘর্ষ চলছে। যদিও মস্কোর পক্ষ থেকে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত কয়েকদিন ধরে রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে স্পর্শকাতর এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির আশেপাশে গোলাবর্ষণের অভিযোগ করেছে। ইউক্রেন বলছে, এই কেন্দ্রের কাছাকাছি এলাকায় নতুন করে রুশ গোলাবর্ষণ হয়েছে এবং এর কারণে কেন্দ্রের একটি পরমাণু চুল্লি বন্ধ করে দিতে হয়েছে।
কেন্দ্রটিতে যেকোনো অপ্রত্যাশিত ঘটনা এড়াতে গোলাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছে আসছে জাতিসংঘ।
টিটি/