মিয়ানমারে যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূতের কারাদণ্ড
মিয়ানমারে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত ভিকি বোম্যান ও তার স্বামী হতেইনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সামরিক আদালত। অভিবাসন আইন লঙ্ঘনে তাদের এই সাজা ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
এই দম্পতি গত সপ্তাহে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে সামরিক বাহিনীর হাতে গ্রেপ্তার হন। ভিকি বোম্যান ২০০২ থেকে ২০০৬ সালে মিয়ানমারে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন। বোম্যান বর্তমানে ইয়াঙ্গুনে মিয়ানমার সেন্টার ফর রেসপন্সিবল বিজনেসের দায়িত্বে ছিলেন।
সাবেক রাষ্ট্রদূতের বিরুদ্ধে সাজা ঘোষণায় যুক্তরাজ্যের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সেনাবাহিনীর বিবৃতিতে জানিয়েছিল, বোম্যান ইয়াঙ্গুন ছাড়াও অন্য একটি শহরে অবস্থানের সময় আইন ভঙ্গ করেছেন। তাকে সহায়তা করেন তার স্বামী। এজন্য তাকেও গ্রেপ্তার করা হয়।
হতেইন একজন শিল্পী। তিনি অল বার্মা স্টুডেন্ট ডেমোক্রেটিক ফ্রন্টের সদস্যও ছিলেন। এটি একটি সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী।
সু চি সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর থেকে দেশটিতে থাকা বিদেশি সাংবাদিকসহ অনেক রাজনীতিকদের গ্রেপ্তার করেছে সামরিক সরকার। মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছে দেশটির নানা শ্রেণি-পেশার মানুষ। চলমান আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হাতে দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
টিটি/