খেরসনের ৩ এলাকায় ইউক্রেনীয় বাহিনীর সফলতা: কর্মকর্তা
রাশিয়ার দখলে থাকা খেরসন অঞ্চলের তিন এলাকায় ইউক্রেনীয় বাহিনী সফলতা পেয়েছে বলে দাবি করেছেন স্থানীয় কাউন্সিলের উপপ্রধান ইউরি সোবোলেভস্কি।
বুধবার (৩১ আগস্ট) এই দাবি করেন তিনি। এর দুই দিন আগে কিয়েভ দক্ষিণাঞ্চল পুনরুদ্ধারে পাল্টা হামলা শুরুর ঘোষণা দিয়েছিল। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
খেরসনের আঞ্চলিক কাউন্সিলের উপপ্রধান ইউরি সোবোলেভস্কি ইউক্রেনের জাতীয় সম্প্রচারমাধ্যমকে বলেন, তাদের বাহিনী খেরসন, বেরিস্লাভ ও কাকোভকা জেলায় সফলতা পেয়েছে। তবে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।
ইউক্রেনীয় সেনাবাহিনী ওই পাল্টা হামলা নিয়ে প্রায় যাবতীয় তথ্য গোপন করে আসছে। সেই অবস্থানের প্রতিধ্বনি করে বেসামরিক প্রশাসনের কর্মকর্তা ইউরি সোবোলেভস্কি বলেন, ‘এখন আমাদের সশস্ত্র বাহিনীকে সমর্থন করার সময়... এখন আমাদের সেনাদের নির্দিষ্ট সাফল্য সম্পর্কে কথা বলার সময় নয়’।
স্থানীয় বাসিন্দাদের সামর্থ্য অনুযায়ী সব কিছু নিয়ে সশস্ত্র বাহিনীকে সমর্থন দিতে এগিয়ে আসার আহ্বান জানান ইউরি সোবোলেভস্কি। তিনি বলেন, ‘এই মুহূর্তে, ড্রোন ও গোলাবারুদ সেখানে খরুচে উপাদানের মতো ব্যবহার করা হচ্ছে’।
টিটি/