রুশ সামরিক শক্তিকে দুর্বল ভাববেন না: জার্মান প্রতিরক্ষা প্রধান
পশ্চিমাদের উচিত হবে না রাশিয়ার সামরিক শক্তিকে খাটো করে দেখা। এমনই সতর্কবার্তা দিয়েছেন জার্মানির প্রতিরক্ষা প্রধান জেনারেল এবেরহার্ড জর্ন। তিনি বলেন, 'রাশিয়ার দ্বিতীয় যুদ্ধক্ষেত্র শুরুর সুযোগ রয়েছে, যদি তারা তা করতে চায়।'
বুধবার (৩১ আগস্ট) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন জেনারেল এবেরহার্ড জর্ন।
তিনি বলেন, রাশিয়ার পদাতিক বাহিনীর বেশিরভাগ সেনা হয়ত এই মুহূর্তে ইউক্রেনে ব্যস্ত। কিন্তু এরপরও আমাদের উচিত হবে না রাশিয়ার পদাতিক বাহিনীর দ্বিতীয় আরেকটি যুদ্ধক্ষেত্র শুরু করার সামর্থ্যকে খাটো করে দেখা।
তিনি আরও বলেন, সেনাবাহিনী ছাড়াও রাশিয়ার নৌ ও বিমানবাহিনী রয়েছে। ইউক্রেনের যুদ্ধে বেশিরভাগ রুশ নৌ সেনাদের এখনও মোতায়েন করা হয়নি। রাশিয়ার বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ সামর্থ রয়েছে। যা ন্যাটোর জন্য হুমকিও।
ইউক্রেন নিজেদের দক্ষিণাঞ্চলীয় খেরসন মুক্ত করতে অভিযান শুরুর আগে জর্ন বলেছিলেন, রাশিয়ার রিজার্ভ সেনার সংখ্যা অনেক। সামরিকভাবে, আঞ্চলিকভাবে সংঘাত বিস্তৃত করার খুব ভালো সক্ষমতা রয়েছে দেশটির। তবে এমনটি করা রাশিয়ার জন্য খুব ভালো হবে না, সেটি আলাদা বিষয়।
ইউক্রেনে রুশ সেনাবাহিনীর অবস্থার কথা বলতে গিয়ে তিনি বলেছেন, রুশ আক্রমণ মন্থর হয়েছে। কিন্তু এখনও ধীরগতিতে তারা এগোচ্ছে।
তিনি ইঙ্গিত দিয়েছেন, খুব শিগগির গোলাবারুদের ঘাটতিতে পড়তে যাচ্ছে না রাশিয়া।
টিটি/