ইরাকি রাজনীতি ছাড়ার ঘোষণা আল-সদরের
রাজনীতি থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন ইরাকের শিয়া নেতা আল-সদর। একই সঙ্গে তার রাজনৈতিক কার্যালয় বন্ধ করার কথাও জানান তিনি। তার এ পদক্ষেপ দেশটির চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।
সোমবার (২৯ আগস্ট) আল-সদর এক টুইট বার্তায় এ কথা জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বার্তায় আল-সদর বলেন, 'আমি আমার চূড়ান্ত প্রত্যাহার ঘোষণা করছি।'
এর আগে আল-সদরের সমর্থকরা জুলাইয়ের শেষের দিকে পার্লামেন্ট ভবনে হামলা চালায় এবং আল-সদরের প্রতিদ্বন্দ্বীদের নতুন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিয়োগে বাধা দেয়।
পরে অক্টোবরের আইনসভা নির্বাচনে আল-সদরের সমর্থকরা সবচেয়ে বেশি আসন জিতলেও সরকার গঠন করতে পারেনি।
গত সপ্তাহে আল-সদর বিচার বিভাগকে সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানালে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশের সর্বোচ্চ বিচার বিভাগীয় কাউন্সিল তখন বলেছিল, 'সংসদ ভেঙে দেওয়ার ক্ষমতা তাদের নেই।'
মঙ্গলবার সংসদ ভেঙে দেওয়া হবে কি না এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক করছে ইরাকের সুপ্রিম ফেডারেল কোর্ট।
ইরাক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ফরহাদ আলাদিন আল জাজিরাকে বলেছেন, 'ইরাকি সংবিধান অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে।'
তিনি আরও বলেন, বিক্ষোভ বাড়লে আদালতের কার্যক্রম স্থগিত করা হতে পারে।
আলাউদ্দিন যোগ করেন, আল-সদর ভালোর জন্য ইরাকি রাজনীতি থেকে সরে যাবেন এমন সম্ভাবনা কম। এর আগেও তিনি রাজনৈতিক জীবন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন, শুধু নিজের সিদ্ধান্ত বহাল রাখার জন্য।
টিটি/