আরও এক মিলিয়ন টন শস্য রপ্তানি হয়েছে: কিয়েভ
ইউক্রেন কৃষ্ণ সাগর বন্দর থেকে এক মিলিয়ন টন কৃষি পণ্য রপ্তানি করেছে বলে জানান দেশটির রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় একটি শস্য চুক্তির শর্তে এ শস্য রপ্তানি করা হয়।
শনিবার (২৭ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সরাসরি সংবাদ প্রচার থেকে এ তথ্য জানা যায়।
খবরে বলা হয়, তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইস্তাম্বুল শস্য রপ্তানি চুক্তির অধীনে ইউক্রেনের আরও তিনটি জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়েছে।
ইউক্রেনীয় বন্দর থেকে চালান অব্যাহত রয়েছে উল্লেখ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, 'শস্য বোঝাই আরও তিনটি জাহাজ আজ সকালে ইউক্রেনীয় বন্দর থেকে ছেড়ে গেছে।'
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কৃষ্ণ সাগর বন্দর থেকে শস্য রপ্তানিন বন্ধ হয়ে গিয়েছিল। পরে জুলাই মাসে তুরস্ক, রাশিয়া ও ইউক্রেন জাতিসংঘের মধ্যস্থতায় ইস্তাম্বুলে একটি শস্য রপ্তানি চুক্তি করে। সে চুক্তি অনুযায়ী ইউক্রেনীয় কৃষ্ণ সাগর বন্দর থেকে শস্য রপ্তানি পুনরায় শুরু করা হয়।
টিটি/