রাশিয়া ১০ শতাংশ সেনা সংখ্যা বাড়াচ্ছে
রাশিয়া নিজেদের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে আরও ১০ শতাংশ সদস্য সংখ্যা বাড়াতে যাচ্ছে। এর ফলে ১৯ লাখ থেকে বেড়ে সশস্ত্রবাহিনীর সদস্য সংখ্যা হবে ২০ লাখ ৪০ হাজার। বৃহস্পতিবার এই বিষয়ে একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) ইউক্রেনে রাশিয়ার আক্রমণ যখন সাত মাসে গড়াল তখন পুতিন এই ডিক্রিতে স্বাক্ষর করলেন।
ইউক্রেন ও পশ্চিমা কর্মকর্তারা বলছেন, রাশিয়া তাদের কয়েক হাজার সেনা হারিয়েছে। অন্তত ৪৫ হাজার রুশ সেনা আহত বা নিহত হয়েছে। যদিও এখন পর্যন্ত মস্কো চলমান সংঘাতে নিজেদের নিহত সেনাদের সংখ্যা জানায়নি।
নতুন ডিক্রি অনুসারে, সেনাবাহিনীতে ১ লাখ ৩৭ হাজার নতুন সদস্য নেওয়া হবে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে নতুন সদস্য সংগ্রহ শুরু হবে।
এর আগে ২০১৭ সালে পুতিন রুশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা নির্ধারণ করেছিলেন। ওই সময় লড়াইয়ের সেনা ছিল ১০ লাখ ১০ হাজার। আর মোট সদস্য সংখ্যা ছিল ১৯ লাখ।
ক্রেমলিন বলেছে, এটি কেবল একটি স্বেচ্ছাসেবক চুক্তি। যেখানে সৈন্যরা নিজের ইচ্ছায় অংশ নেয়। তবে ইউক্রেনে এটিকে 'বিশেষ সামরিক অভিযান' বলে আখ্যায়িত করে।
রুশ মিডিয়া ও বেসরকারি সংবাদ সংস্থাগুলো বলছে, স্বেচ্ছাসেবকদের আকৃষ্ট করে, ব্যক্তিগত সামরিক ঠিকাদারদের মাধ্যমে, এমনকি সামরিক দায়িত্বে সফরের বিনিময়ে কিছু বন্দিকে সাধারণ ক্ষমার প্রস্তাব দিয়ে ইউক্রেনের সামরিক কর্মকাণ্ডে জড়িত সৈন্যের সংখ্যা বাড়ানোর চেষ্টা করেছে রুশ কর্তৃপক্ষ।
এদিকে ইউক্রেনে আরও সেনা মোতায়েন করতে স্বেচ্ছাসেবক ব্যাটালিয়ন গঠন করে র্যাঙ্ক বাড়ানোর চেষ্টা করেছে আঞ্চলিক কর্তৃপক্ষ।
১৮-২৭ বছর বয়সী সমস্ত রাশিয়ান পুরুষদের অবশ্যই এক বছর সামরিক বাহিনীতে কাজ করতে হবে। তবে স্বাস্থ্যগত কারণে ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মঞ্জুর করার জন্য একটি বড় অংশ খসড়াটি এড়িয়ে যায়। বিশেষ করে মস্কো এবং অন্যান্য বড় শহরগুলিতে খসড়াটি ফাঁকি দেয় এমন পুরুষের সংখ্যা বেশি।
রুশ সামরিক বাহিনী বছরে দুবার খসড়া সংগ্রহ করে, ১ এপ্রিল ও ১ অক্টোবর। পুতিন এই বছরের শুরুর দিকে সর্বশেষ বসন্ত খসড়ার সময় ১ লাখ ৩৪ হাজার ৫০০টি এবং গত শরতে ১ লাখ ২৭ হাজার ৫০০টি খসড়া তৈরির নির্দেশ দিয়েছিলেন।
টিটি/