ভারতে হামলার পরিকল্পনা, আটক পাকিস্তানি 'জঙ্গি'
অর্থের বিনিময়ে ভারতে হামলা চালানোর পরিকল্পনা করেছিল এক পাকিস্তানি 'জঙ্গি'। হামলা চালাতে এক সন্ত্রাসীকে ৩০ হাজার রুপি দিয়েছিল পাকিস্তানের এক কর্নেল। জম্মু-কাশ্মিরে ভারতীয় সেনাদের হাতে আটক ওই ব্যক্তি এমনই স্বীকারোক্তি দিয়েছে বলে জানায় সংবাদমাধ্যম এনডিটিভি।
গত ২১ আগস্ট কাশ্মিরের রাজৌরি জেলার নশেরা সেক্টরের লাইন অব কন্ট্রোলের কাছ থেকে তাবারাক হোসেন নামে পাকিস্তানি ওই ব্যক্তিকে আটক করে ভারতীয় সেনারা। তার দাবি, পাকিস্তানি সেনার এক কর্নেল তাকে ভারতে পাঠিয়েছেন হামলা চালানোর জন্য। এর জন্য দেয় ৩০ হাজার রুপি।
ভারতীয় সেনাদের হাতে ধরা পড়ার পর কাশ্মির সেনাবাহিনীর চিকিৎসা কেন্দ্রে রয়েছে সে। সেনাবাহিনীর দাবি, গত ২১ আগস্ট নৌসেরার ঝাঙ্গর সেক্টরে সীমান্তে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে জওয়ানরা। দুই তিনজন জঙ্গিকে কাঁটাতারের বেড়া কেটে ভারতীয় অংশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। এসময় সেনারা গুলি চালালে পালাতে গিয়ে অসাবধনতাবশত ল্যান্ডমাইনে পা দেয় দুই জন। বিস্ফোরণে মৃত্যু হয় তাদের। অন্যজন গুলিতে আহত হয়। তাকে আটক করে সেনারা। জিজ্ঞাসাবাদে হামলার পরিকল্পনার কথা স্বীকার করে সে।
টিটি/