ইউক্রেনের স্বাধীনতা দিবসে রেল স্টেশনে রুশ হামলা, নিহত ২২
ইউক্রেনের একটি রেল স্টেশনে রাশিয়ান রকেট হামলায় ২২ জন নিহত হয়েছে। ইউক্রেনে মস্কোর আক্রমণ শুরু হওয়ার ছয় মাস পূর্ণ হওয়ার দিনে (২৪ আগস্ট) এ হামলা চালাল রাশিয়া। আর এ দিনটি ছিল ইউক্রেনের স্বাধীনতা দিবস। এতে হামলার শিকার পাঁচজন পূর্বাঞ্চলীয় শহর চ্যাপলাইনে একটি গাড়িতে পুড়ে মারা গেছে। নিহতদের মধ্যে ১১ বছরের একটি শিশুও ছিল।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের সময় এই হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় ৫০ জন আহত হয়েছে বলেও তিনি জানান।
তবে এ হামলার বিষয়ে রাশিয়া কোনো মন্তব্য করেনি। রুশ কর্তৃপক্ষ কোনো বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানোর বিষয়টি সব সময় অস্বীকার করে আসছে।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানান, তিনি ইউক্রেনের পূর্বাঞ্চলের দানিপ্রো ও দোনেৎস্কের মাঝে চ্যাপলিনে হামলার বিষয়টি জানতে পেরেছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কথা বলার প্রস্তুতি নেওয়ার সময়েই এ হামলা করা হলো। তিনি বলেন, এভাবেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের প্রস্তুতি নিল রাশিয়া।
জেলেনস্কি আরও বলেন, ট্রেনের চারটি বগিতে আগুন লেগে যায়। হতাহতের সংখ্যা বাড়তে পারে।
এর আগে গত এপ্রিল মাসেও ইউক্রেনের ট্রেন স্টেশনে হামলার ঘটনা ঘটে। ওই হামলা ৫০ জন নিহত হন।
ইউক্রেন তাদের স্বাধীনতা দিবস পালন করে বুধবার (২৪ আগস্ট)। কিন্তু এদিন সকাল থেকেই নাগরিকদের হামলার ব্যাপারে সতর্ক করতে কিয়েভে সাইরেনের শব্দ শোনা যায়। এ ছাড়া কিয়েভে জনসমাবেশেও নিষেধাজ্ঞা দেয় নগর কর্তৃপক্ষ। সেইসঙ্গে জেলেনস্কি জনগণকে রাশিয়ার ‘সন্ত্রাসী’ হামলা থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
সূত্র: বিবিসি
আরএ/