রাশিয়ার আগ্রাসনে ৯ হাজার ইউক্রেনীয় সেনা নিহত: কিয়েভ
রাশিয়ার আক্রমণের ছয় মাসে প্রায় ৯ হাজার ইউক্রেনীয় সৈন্যকে হত্যা করেছে রাশিয়া। যুদ্ধের সময় হতাহতের পরিসংখ্যানের একটি বিরল স্বীকারোক্তিতে এমনই দাবি করেন ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ জেনারেল ভ্যালেরি জালুঝনি।
জেনারেল ভ্যালেরি জালুঝনি সোমবার (২২ আগস্ট) এক বিবৃতিতে বলেন, এ নিহত ইউক্রেনীয় বীরদের সন্তানদের যত্ন নেওয়া দরকার।
ইউক্রেন সামরিক বাহিনী থেকে সর্বশেষ ২৫ মার্চ জানানো তথ্য মতে, এ সামরিক নাগরিকের মৃতের সংখ্যা ছিল ১ হাজার ৩৫১।
এদিকে দুই সপ্তাহ আগে মার্কিন সামরিক কর্মকর্তারা অনুমান করেন, উভয় দেশেই অভিযানে নিহত ও আহত হয়েছে, এর মধ্যে রাশিয়া ৭০ হাজার থেকে ৮০ হাজার সৈন্য হারিয়েছে। যুদ্ধক্ষেত্রের এই পরিসংখ্যান অনুমান নির্ভর। তা নিশ্চিত করা আল জাজিরার পক্ষে অসম্ভব বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
জাতিসংঘ বলেছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সময় ৫ হাজার ৫৮৭ বেসামরিক লোক নিহত হয়েছেন এবং ৭ হাজার ৮৯০ জন আহত হয়েছেন। যদিও অনুমানটি অত্যন্ত রক্ষণশীল হতে পারে বলেও জানায় সংস্থাটি।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা সোমবার জানিয়েছে, রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউক্রেনের অন্তত ৯৭২ শিশু নিহত বা আহত হয়েছে। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, এগুলো জাতিসংঘের যাচাইকৃত পরিসংখ্যান, কিন্তু 'আমরা বিশ্বাস করি সংখ্যাটা অনেক বেশি'।
বুধবার (২৪ আগস্ট) ইউক্রেনের স্বাধীনতা দিবস। সেইসঙ্গে রুশ সৈন্যদের ইউক্রেন আক্রমণের ছয় মাস পূর্ণ হবে।
টিটি/