আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২০ জনের মৃত্যু
আফগানিস্তানে লোগার প্রদেশে আকস্মিক বন্যায় গত ৪৮ ঘণ্টায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৫ জন।
সোমবার (২২ আগস্ট) দেশটির একজন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টারসের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
ওই কর্মকর্তা জানান, ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে। কৃষি জমিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এই বছর খরা ও বড় ধরনের ভূমিকম্পও প্রত্যক্ষ করতে হয়েছে আফগানিস্তানকে। গত জুনের ভূমিকম্পে সহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটে।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ নাসিম হাক্কানি বলেছেন, ‘লোগার প্রদেশে বন্যায় ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৩৫ জন।’ তবে বেসরকারি হিসাব বলছে, মৃতের প্রকৃত সংখ্যা ঢের বেশি।
দুর্যোগ মোকাবিলায় লড়াইয়ের পাশাপাশি উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে দেশটির সরকার। সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইসলামিক দেশগুলো ও মানবিক সংস্থাগুলোকে জরুরিভাবে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য অনুরোধ করছি।’
টিটি/