স্বাধীনতা দিবসে 'বড় হামলার' বিষয়ে সতর্ক করেছে কিয়েভ
ইউক্রেনের ৩১তম স্বাধীনতা দিবস ২৪ আগস্ট (বুধবার)। ওইদিন একটি বড় হামলার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে দেশটির রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া এখনও ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে তার আক্রমণ অব্যাহত রেখেছে বলেই কিয়েভের এ সতর্কতা।
সোমবার (২২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সরাসরি সংবাদ প্রচার থেকে এ তথ্য জানা গেছে।
জেলেনস্কি মারিউপোলে বন্দী ইউক্রেনীয় যোদ্ধাদের জনসাধারণের বিচারে রাখার বিরুদ্ধে রাশিয়াকে সতর্ক করেছেন। এই পদক্ষেপ দুই দেশের ভবিষ্যতের আলোচনাকে বাধাগ্রস্ত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে কিয়েভ পোস্ট বৃহস্পতিবার ইউক্রেনীয় এনজিও সেন্টার ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস (স্ট্র্যাটকম) নিজেদের ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে, ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার এস-৩০০ ক্ষেপণাস্ত্রের গোলাবর্ষণ অবশ্যম্ভাবী। ২০ আগস্টের আগে রাশিয়ার বেশ কয়েকটি ট্রেনের আগমণ ইঙ্গিত দিচ্ছে স্বাধীনতা দিবসে হামলার প্রস্তুতি নিচ্ছে দেশটি।
২৪ আগস্ট, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন হয়। ফলে এ দিনটিতে ইউক্রেনের স্বাধীনতা অর্জন উদযাপন করা হয়।
এই মাসের শুরুতে স্ট্র্যাটকম বলেছিলেন, 'ক্ষেপণাস্ত্রসহ ভারী গোলাবারুদ নিয়ে রুশ ট্রেন ইউক্রেনীয় সীমান্তের দিকে এগোচ্ছে। বার্ষিক ছুটির আগের দিন শনিবার ইউক্রেনে পৌঁছাতে পারে।'
টিটি/