সমকামিতা কোনো রোগ নয়: ভিয়েতনাম
সমকামিতা কোনো রোগ নয় বলে ঘোষণা দিয়েছে ভিয়েতনাম সরকার। সমকামিতার জন্য কনভার্সন থেরাপিকেও বেআইনি বলেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সমকামী বিবাহকে বৈধতা দিতে বেশ কিছুদিন ধরেই দেশটিতে চলছিল নানা আন্দোলন, আলোচনা-সমালোচনা। এক প্রতিবেদনে আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।
দ্য ইনস্টিটিউট ফর স্টাডিজ অব সোসাইটি, ইকোনমি অ্যান্ড এনভায়রনমেন্ট (আইএসইই) এর এলজিবিটিআই রাইটস প্রোগ্রাম ম্যানেজার ভুওং আল জাজিরাকে বলেন, 'সরকারের এলজিবিটি বা সমকামিতা কোনো রোগ নয় বলে ঘোষণা এবং কনভার্সন থেরাপি অনুশীলনের নিন্দা করা স্বপ্নের মতো।'
সমকামী বিবাহ বৈধকরণে দেশটিতে যে আন্দোলন চলছে তা কিছুটা হলেও নিয়ন্ত্রণ হবে এ ঘোষণার মাধ্য দিয়ে। সমকামী বিবাহ বৈধের প্রথম ধাপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
পারিবারিক পর্যায়ে যে সমকামীরা কঠোর আচরণের সম্মুখীন হচ্ছেন, তাদের ক্ষেত্রে কীভাবে সিদ্ধান্তটি কার্যকর হবে তা নিয়ে রয়েছে সংশয়।
এর আগে ৮ আগস্ট ভিয়েতনাম সরকারের অনলাইন তথ্য পোর্টালে এ ঘোষণা প্রকাশিত হওয়ার আগে দেশব্যাপী প্রাদেশিক ও পৌরসভার স্বাস্থ্য বিভাগে কিছু স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সমকামিতার 'নিরাময়' দিচ্ছেন বলে দাবি করছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) সমকামিতা অপসারণ এবং রোগের আন্তর্জাতিক শ্রেণিবিভাগ থেকে ট্রান্সজেন্ডার হওয়ার কথা উল্লেখ করে পাঁচটি প্রাথমিক নির্দেশিকা রূপরেখা দেয়। এর উপর ভিত্তি করে ভিয়েতনাম এ ঘোষণা দেয়।
ঘোষণায় বলা হয়, 'লেসবিয়ান, গে, বাইসেক্সচুয়াল ও ট্রান্সজেন্ডার ব্যক্তিদের' সম্পর্কে চিকিৎসা প্রদানকারীর সঠিক জ্ঞান থাকা দরকার এবং তাদের চিকিৎসা পরিবেশে সমানভাবে আচরণ করা উচিত।
এ ছাড়া এলজিবিটিকিউ-কে রোগ হিসেবে বিবেচনা করা যাবে না। চিকিৎসায় সুবিধা, তদারকি ও পরিদর্শন বাড়াতে হবে। ভুওং বলেন, 'ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন শিশুকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকের এ বিষয়ে ভালো জ্ঞান থাকলে তবেই তিনি শিশুকে ভালো পরামর্শ দিতে পারবেন।'
টিটি/