বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ | ১২ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

পাকিস্তানে রেকর্ড বন্যায় প্রাণ হারিয়েছে ৬৫০ জনের বেশি

মৌসুমি বর্ষার ধ্বংসযজ্ঞে বিধ্বস্ত পাকিস্তান। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ) বলছে, চলতি বছরের জুনের মাঝামাঝি বর্ষা মৌসুমের শুরু থেকে সারাদেশে ৬৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এনডিএমএর প্রাথমিক অনুমান বলছে দেশটির ১০০টিরও বেশি জেলা প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের সবচেয়ে বড় ও দরিদ্র প্রদেশ বেলুচিস্তান।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) অনুসারে, বেলুচিস্তানে ২০০ জনেরও বেশি লোক মারা গেছে। তাদের মধ্যে ৫৮ জন শিশু। এ ছাড়া ১০ হাজারেরও বেশি লোক তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন।

এদিকে বেলুচিস্তান কর্তৃপক্ষ বলছে, বন্যায় ৪০ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে ২২ হাজারটি বিলীন হয়ে গেছে। প্রদেশ জুড়ে প্রায় ৭ লাখ একর (২ লাখ ৮০ হাজার হেক্টর) জমির ফসল নষ্ট হয়েছে। কর্মকর্তারা এখন পর্যন্ত এ বন্যায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করেছেন ১০ মিলিয়ন ডলার।

তবে এ ধ্বংসযজ্ঞ শুধু বেলুচিস্তানেই সীমাবদ্ধ নয়, প্রায় পুরো পাকিস্তানেই এই বছর অস্বাভাবিক পরিমাণ বৃষ্টিপাতের সম্মুখীন হয়েছে। ১৭ অগাস্ট পর্যন্ত এনডিএমএ ডেটা অনুযায়ী, এই বছরের গড় বৃষ্টিপাত ছিল ২৬৭ মিমি। যেখানে ৩০ বছরের গড় ১১৯ মিমি। প্রায় ১২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে দেশটির গড় বৃষ্টিপাত।

আর বেলুচিস্তানের ৩০ বছরের গড় ছিল মাত্র ৫৫ মিমি, যা এ বছর নাটকীয়ভাবে ২৮৯ শতাংশ বেড়ে ২০০ মিমি বৃষ্টি হয়েছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা মীর জিয়াউল্লাহ লাঙ্গাউ বলেছেন, প্রাদেশিক সরকার স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।

তিনি আল জাজিরাকে বলেছেন, 'আমরা বৃষ্টির ধরনের বিবেচনা করে বুঝতে পেরেছি যে, সেখানে অবশ্যই এমন লোক থাকতে হবে যাদের ত্রাণ দেওয়া হয়নি, তবে আমাদের দলগুলো সর্বত্র নিষ্ঠার সঙ্গে পারফর্ম করেছে। আমরা কোনো অভিযোগ পাইনি।

পিডিএমএর আরেক কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, এ বছর বৃষ্টি অপ্রত্যাশিত ছিল। তিনি দাবি করেছেন যে, সরকার জনগণকে অবহিত করছে এবং ত্রাণ তৎপরতার জন্য প্রস্তুতি নিয়েছে।

বেলুচিস্তান ফেডারেল সরকারের কাছে প্রদেশে মেরামত ও পুনর্বাসনের জন্য ২৭ মিলিয়ন ডলারের একটি বিশেষ প্যাকেজের আবেদন করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বুধবার টুইট করে জানান, মার্কিন যুক্তরাষ্ট্র 'প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে স্থিতিস্থাপকতা গড়ে তুলতে' ১ মিলিয়ন ডলার প্যাকেজের উপরে পাকিস্তানকে তাৎক্ষণিক ত্রাণ হিসাবে ১ লাখ ডলার দেবে।

আবার কেউ কেউ সরকারের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন। অবসরপ্রাপ্ত শিক্ষক হাজি রহিম (৭৪) আল জাজিরাকে বলেন, বন্যায় তিনি তার বাড়ি ও ২৫ একরেরও বেশি কৃষি জমি হারিয়েছেন।

তিনি বলেন, 'সরকার মানুষকে সাহায্য করার জন্য বড় কথা বলছে, কিন্তু আমি তাদের এখানে কোথাও দেখতে পাচ্ছি না। এটি শুধু দাতব্য কর্মীরা ও কিছু রাজনৈতিক দল তাদের নিজেদের উদ্যোগে সাহায্য করে'।

ক্লাইমেট চেঞ্জ রিস্ক ইনডেক্স-২০২১ অনুসারে বিশ্বব্যাপী কার্বন নিঃসরণে এক শতাংশেরও কম অবদান থাকা সত্ত্বেও জলবায়ু সংকটের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলির মধ্যে পাকিস্তান অষ্টম স্থানে রয়েছে।

টিটি/

Header Ad

হাসনাত ও সারজিসকে হত্যাচেষ্টাকারী ড্রাইভার ও হেলপার আটক

হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টাকারী ড্রাইভার ও হেলপার আটক। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টায় অভিযুক্ত ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) রাতে চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ তাদের আটক করে। তবে আটক হওয়া ওই চালক ও হেলপারের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

এর আগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হত্যাচেষ্টার ঘটনা ঘটে। লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে।

জানা গেছে, বুধবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এর আগে আজ দুপুরে চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড়ে চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। সমাবেশে ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে আইনজীবী আলিফ নিহতের ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তারা।

Header Ad

বিমান বাহিনীকে পঞ্চম জেনারেশনে উন্নীত করাই প্রধান লক্ষ্য: এয়ার চিফ মার্শাল

বক্তব্য রাখছেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ছবি: সংগৃহীত

একুশ শতকের স্পেশাল বৈষয়িক চ্যালেঞ্জ মোকাবিলায় অন্তবর্তীকালীন সরকারের মাধ্যমে বিমান বাহিনীকে পঞ্চম জেনারেশনে উন্নতি করাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি বলেন, মহড়ার মূল উদ্দেশ্যে হচ্ছে আমাদের সক্ষমতা যাচাই করা এবং এর মাধ্যমে আমরা আমাদের অনেক বিষয় নির্ণয় করে সে মোতাবেক পদক্ষেপ গ্রহণ করি।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার রসুলপুর বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে বার্ষিক গোলা বর্ষণ মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হাসান মাহমুদ খাঁন বলেন, বিমানবাহিনীর প্রধান ভূমিকা হচ্ছে দিগন্ত, স্থলে ও জলে যে কোন আঘাত প্রতিহত করা। এছাড়াও দেশের যে কোন প্রয়োজনে ২৪ ঘন্টা, ৭ দিন সবসময় আমরা প্রস্তুত থাকি।

এদিকে, মহড়ায় শুরুতেই দেখানো হয় দুর্ঘটনা কবলিত পাইলটকে উদ্ধারে কমান্ডো অভিযান। এতে দুটি যুদ্ধ হেলিকপ্টার ও একটি রেসকিউ হেলিকপ্টার অংশ নেয়। এরপর মহড়ায় যোগ দেয় এফ সেভেন বিজিআই ও  মিগ ২৯সহ পাঁচটি যুদ্ধ বিমান।

এসময় গোলাবর্ষণ ও রকেট নিক্ষেপ করে প্রদর্শন করে নানা যুদ্ধ কৌশল। পরে মিগ ২৯ যুদ্ধ বিমান বিমানবাহিনী প্রধানকে সালামের মাধ্যমে মহড়ার কার্যক্রম শেষ করে। অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিভিন্ন মন্ত্রাণালয় ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Header Ad

দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি

দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় দুই সমন্বয়ক অক্ষত রয়েছেন।

লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলিম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে। জিডির প্রক্রিয়া চলছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে জানাতে পারেননি এএসআই আলিম।

এদিকে, ফেসবুকে ভাঙা গাড়ির ছবি আপলোড করে বিষয়টি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ।

পোস্টে তিনি লিখেন, শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জেয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা ৭.৩০ মিনিটে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়।

প্রাথমিক তদন্তে ড্রাইভার ময়মনসিংহ থেকে কক্সবাজারে মালামাল খালাস করে আসার কথা বললেও মাল খালাসের কোনো তথ্য পাওয়া যায়নি। অতীতে ভারতীয় কর্তৃক বাংলাদেশের শীর্ষস্থানীয় অনেক ব্যক্তিকে হত্যা করার নজির রয়েছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

হাসনাত ও সারজিসকে হত্যাচেষ্টাকারী ড্রাইভার ও হেলপার আটক
বিমান বাহিনীকে পঞ্চম জেনারেশনে উন্নীত করাই প্রধান লক্ষ্য: এয়ার চিফ মার্শাল
দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা
দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম
বিসিএসের প্রশ্নফাঁস: বিজি প্রেসের দুই কর্মচারী গ্রেপ্তার
সাত কলেজের অনার্স ১ম বর্ষের পরীক্ষা স্থগিত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল
ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র এখনো অব্যাহত: রিজভী
জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, বিচারককে ডিম ছুড়লেন আইনজীবীরা
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিজেপির বিক্ষোভ
নিরবের পরকীয়ার অভিযোগ ফিরিয়ে নিলেন স্ত্রী, চাইলেন ক্ষমা
মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
স্ত্রী হত্যা মামলায় জামিন পেলেন সাবেক এসপি বাবুল
ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম, নেতৃত্বে হাসনাত-সারজিস
চাঁদাবাজি ও কর ফাঁকির মামলা থেকে তারেক রহমানের অব্যাহতি
পাবনার আটঘরিয়ায় দিনে-দুপুরে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট
যে পেশায় মানুষের জায়গা নিতে পারবে না এআই
প্রবাসীদের জন্য মধ্যপ্রাচ্যে ইলিশ রপ্তানির উদ্যোগ
সুপ্তার সেঞ্চুরির আক্ষেপের পরেও বাংলাদেশের রেকর্ড সংগ্রহ