রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

প্রথম মুসলিম মার্কিন রাষ্ট্রদূত রাশাদ হোসাইন

রাশাদ হোসাইনকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক দূত হিসেবে অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। বৃহস্পতিবার(১৬ ডিসেম্বর) ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করা হয়।

এর আগে জুলাইয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশাদকে এ পদের জন্য মনোনয়ন দেন। ওয়াসিংটন পোস্টের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

খবরে বলা হয়, বৃহস্পতিবার সিনেটে এ বিষয়ে ভোট অনুষ্ঠিত হয়। এতে রাশাদের নিয়োগের বিষয়টি পাস হয় ৮৫-৫ ভোটে। এ পদের দায়িত্ব পাওয়া প্রথম কোনো মুসলিম ব্যক্তি হতে যাচ্ছেন রাশাদ।

এর আগে রাশাদ অরগানিজেশন অব ইসলামিক করপোরশেনে (ওআইসি) যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, কৌশলগত সন্ত্রাসদমনবিষয়ক বিশেষ দূত এবং বারাক ওবামার প্রশাসনে হোয়াইট হাউস কাউন্সিলের উপসহযোগী ছিলেন।

সিনেটের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মুসলিমদের অধিকার নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের বৃহত্তম সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (সিএআইআর)।

এদিকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন রাশাদের নিয়োগের প্রশংসা করেছে।

কেএফ/

Header Ad
Header Ad

প্রেস সচিবের পর শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনে ময়লা ফেললেন উপদেষ্টা আসিফ  

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনে ময়লা ফেললেন। ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল বইমেলায় শেখ হাসিনার ছবি সম্বলিত একটি ডাস্টবিনে ময়লা ফেলার পর সে ছবি সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পরলে নেটিজেনদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। আজ আবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেই ডাস্টবিনে ময়লা ফেললেন যথারীতি ভাইরাল ছবি।

রোববার (০২ ফেব্রুয়ারি) রাতে অমর একুশে বইমেলায় গিয়ে এই ডাস্টবিনে ময়লা ফেলেছেন তিনি।

নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে উপদেষ্টা আসিফ লেখেন, নগরবাসী! যেখানে সেখানে ময়লা ফেলবেন না, উপযুক্ত স্থানে ফেলুন। (সিটি করপোরেশনগুলোর পক্ষ থেকে একটি কমার্শিয়াল)।

এর আগে, গতকাল শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই ডাস্টবিনের ৫টি ছবি পোস্ট করেছেন। এর একটি ছবিতে দেখা যায় সেই ডাস্টবিনে ময়লা ফেলেছেন তিনি।

পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমেলার প্রথম দিনে বিনে জঞ্জাল নিক্ষেপ।’

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার অফিশিয়াল ফেসবুক পেজে এই ডাস্টবিনের একটি ছবি পোস্ট করে জানিয়েছে, শনিবার থেকে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৫। বইমেলায় এলে আপনার হাতের অপ্রয়োজনীয় ময়লা-আবর্জনা ডাস্টবিনে ফেলতে ভুলবেন না। মেলার অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর রাখুন, আবর্জনামুক্ত থাকুন।

Header Ad
Header Ad

বছরের প্রথম মাসেই এলো সাড়ে ২৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স    

ছবিঃ সংগৃহীত

চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে ২১৮ কোটি ৫২ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ২৬ হাজার ৬৫৯ কোটি ৪৪ লাখ টাকা।

এর আগের মাস ডিসেম্বরে এসেছিলো রেকর্ড ২৬৩ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে এক মাসের তুলনায় প্রবাসী আয় কমেছে ৪৫ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

রোববার (০২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। হিসেব অনুযায়ী দেশে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৫ লাখ ডলার।

হালনাগাদ প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২১৮ কোটি ৫২ লাখ ৩০ মার্কিন ডলার। আর গত বছরের ডিসেম্বরে দেশে এসেছিল ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একক মাস হিসাবে আগে কখনোই এত পরিমাণ রেমিট্যান্স আসেনি। এ হিসেবে জানুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ কমেছে।

প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ১১ লাখ ৩০ হাজার ডলার। এ ছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৫৫ কোটি ১৫ লাখ ৭০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৬৪ লাখ ৯০ হাজার ডলার।

হালনাগাদ প্রতিবেদন থেকে জানা যায়, প্রবাসীরা ২৬ থেকে ৩১ জানুয়ারি দেশে পাঠিয়েছেন ৫০ কোটি ৯২ লাখ ৬০ হাজার ডলার। জানুয়ারির ১৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৪৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। ১২ থেকে ১৮ জানুয়ারি প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৪০ কোটি ২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। জানুয়ারির ৫ থেকে ১১ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৫০ কোটি ৯৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর বছরের প্রথম ৪ দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ২২ কোটি ৬৭ লাখ ৩০ হাজার ডলার।

উল্লেখ্য, ২০২৪ সালে দেশে রেমিট্যান্স এসেছে মোট ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার। এর মধ্যে গত বছরের জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার, মে মাসে ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ, জুলাইতে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ৮ হাজার, নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার এবং ডিসেম্বরে এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

Header Ad
Header Ad

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভর্তি শুরুর দাবিতে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি

ছবিঃ ঢাকাপ্রকাশ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি ও একাডেমিক কার্যক্রম শুরুর দাবিতে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বাস্তবায়ন কমিটি।

রোববার (২ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪ টায় নওগাঁ জেলা প্রসাসক মোঃ আব্দুল আউয়াল এর নিকট স্মারকলিপি প্রদান করেন একাডেমিক কার্যক্রম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ (অব.) আব্দুল কাইয়ুম এবং সদস্য সচিব সহকারী অধ্যাপক ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. বেলায়েত হোসেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, নওগাঁ বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি ডাঃ ইসকেন্দার হোসেন, সহকারী অধ্যাপক এমদাদুল হক মুকুল, সাংবাদিক কায়েস উদ্দিনসহ প্রমুখ।

সহকারী অধ্যাপক ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. বেলায়েত হোসেন জানান, নওগাঁ বাসীর দীর্ঘদিনের আন্দোলন ও দাবীর ফসল নওগাঁ বিশ্ববিদ্যালয়। বর্তমান বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরুর সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। অথচ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির অনুমতি পায়নি যা খুবই দুঃখজনক। আমরা অনুমতি প্রদানের জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি।

স্মারকলিপি গ্রহন করার পর নওগাঁ জেলা প্রসাসক মো আব্দুল আউয়াল জানান, তিনি দ্রুত স্মারকলিপি উপদেষ্টা বরাবর প্রেরন করবেন এবং একাডেমিক কার্যক্রম শুরুর ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

প্রেস সচিবের পর শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনে ময়লা ফেললেন উপদেষ্টা আসিফ  
বছরের প্রথম মাসেই এলো সাড়ে ২৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স    
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভর্তি শুরুর দাবিতে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
বিখ্যাত লালনগীতি শিল্পী ফরিদা পারভিন আইসিইউতে
খাল খননের উদ্বোধনে লাল গালিচা! ব্যাখ্যা দিল সিটি করপোরেশন  
আবারও বাড়লো এলপি গ্যাসের দাম    
যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ বাবার প্রতিনিধিত্ব করবেন জাইমা  
তিতুমীরকে নয় রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করা উচিত : শিক্ষা উপদেষ্টা  
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও ইনকিলাব মঞ্চের
চার দাবিতে প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান কুবি শিক্ষার্থীদের
ত্রয়োদশ সংসদ নির্বাচন : টাঙ্গাইলে ৮টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
যে কারণে বিসিবি নির্বাচকের দায়িত্ব ছেড়ে দিলেন হান্নান সরকার
নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের কোনো আস্থা ছিল না:নির্বাচন কমিশনার
একনেকে সাড়ে ১২ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
লাখ টাকা নিয়েও যাননি অনুষ্ঠানে, অপু বিশ্বাসের নামে প্রতারণার অভিযোগ
লাল গালিচায় খালে নেমে তিন উপদেষ্টার খননের উদ্বোধন
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা আটক
৯ জেলায় বিএনপির নতুন কমিটি ঘোষণা
সিরাজগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার