বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ইরানে হামলার পরিকল্পনা চূড়ান্ত করল ইসরায়েল

ইরানে হামলার পরিকল্পনা চূড়ান্ত করল ইসরায়েল। ছবি: সংগৃহীত

শনিবার গভীর রাতে ইসরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এবার নজিরবিহীন এই হামলার জবাবে ইরানে হামলার পরিকল্পনা তৈরি করেছে ইসরায়েল।

রোববার (১৪ এপ্রিল) রাতে দেশটির যুদ্ধ মন্ত্রিসভা পশ্চিমা নেতাদের সতর্কতা সত্ত্বেও ‘আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ উভয়ই অনুমোদন করেছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

সোমবার (১৫ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেন, ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধ না নিতে। একই সঙ্গে তিনি নেতানিয়াহুকে তর দেশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ‘সতর্কতার সঙ্গে ভাবারও’ পরামর্শ দেন।

বাইডেনের পরামর্শ মেনে ইসরায়েল তাৎক্ষণিকভাবে ইরানে আক্রমণ না চালালেও তারা বলছে, ইরানে নিজের বেছে নেয়া উপায় ও সময়ে হামলার অধিকার ইসরায়েলের রয়েছে।

জাতিসংঘে পাঠানো এক চিঠিতে ইসরায়েল আরও বলেছে, ইরান ইসরায়েলে হামলার মাধ্যমে বিপৎসীমার সব রেখাই অতিক্রম করেছে। ইসরায়েলের অনুরোধের পর রোববার রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের হামলার বিষয়ে জরুরি বৈঠক করে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কাউন্সিলকে বলেছেন, আঞ্চলিক এবং প্রকৃতপক্ষে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা সময়ের সাথে সাথে ক্ষুণ্ন হচ্ছে। এই অঞ্চল বা বিশ্বের কেউই আর যুদ্ধের ভার সহ্য করতে পারবে না।

এদিকে আত্মরক্ষার জন্য তেহরানের কাছে পাল্টা জবাব দেয়া ছাড়া কোনো বিকল্প ছিল না উল্লেখ করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইয়েদ ইরাভানি।

সম্প্রতি দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলের হামলার কথা তুলে ধরে আমির সাইয়েদ ইরাভানি বলেন, নিরাপত্তা পরিষদ... আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

এ কারণেই তেহরানের কাছে পাল্টা জবাব দেয়া ছাড়া কোনো বিকল্প ছিল না উল্লেখ করে তিনি বলেন, তার দেশ সহিংসতা বৃদ্ধি হোক বা যুদ্ধ চায় না। তবে যেকোনো ধরনের হুমকি বা আগ্রাসনের জবাব দেবে ইরান।

Header Ad
Header Ad

নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন, দুদকের ২ মামলা

নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী এবং তার স্ত্রী তারিন হোসেনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে। নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং প্রায় ১৯.৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এই মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়।

অভিযোগ অনুসন্ধানে দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দীনের নেতৃত্বে তিন সদস্যের একটি দল কাজ করেছে। এর আগে, আদালত নিক্সন ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়তার সুবিধা নিয়ে নিক্সন চৌধুরী ফরিদপুর-৪ আসনে প্রভাব বিস্তার করেন। তিনি আড়িয়াল খাঁ নদ ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেন। এ ছাড়া, জমি দখল ও দলিল করানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, তিনি এবং তার পরিবার ফরিদপুরের ভাঙ্গা ও আশপাশের এলাকায় প্রায় ১১শ বিঘা জমি নিজেদের নামে দলিল করে নিয়েছেন।

এই মামলাগুলো নিয়ে আইনগত প্রক্রিয়া শুরু করেছে দুদক।

Header Ad
Header Ad

নির্বাচনে কারও পক্ষে কাজ করলে অসুবিধা হবে: সিইসি  

সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবিঃ সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনে আগে ফেবার (কারও পক্ষ নিয়ে কাজ) না করলে চাকরি নিয়ে টান পড়ত। অফিসাররা যখন কাজ করত, তখন কাউকে কাউকে ফেবার করার কথা বলা হতো। ফেবার না করলে সমস্যা হতো। কিন্তু এখন ফেবার করতে গেলে অসুবিধা হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন হলে ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন বলেন, আগের অবস্থার এখন পুরো উল্টো। এখন আর আগের মতো ভোট হবে না। এবার কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, আমরা একটি সুষ্ঠু-সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমাদের লক্ষ্য কোনো দল বা গোষ্ঠীকে ভোটে জেতানোর জন্য অথবা কোনো ব্যক্তি যাতে ভোটে জিততে না পারে এমনটা নয়। আমরা সেই কাজের জন্য নামিনি। মানুষ যাকে ভোট দেবে সে জিতবে, এটাই আমাদের প্রত্যাশা।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধন করার বড় উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা। যারা বাড়িতে যাবেন তারা ভোটারদের একটি বার্তা দেবেন যে, এবার আর আগের মতো ভোট হবে না।

তিনি আরও বলেন, এবার আপনার ভোট আপনি দিতে পারবেন। এ লক্ষ্যে মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করতে হবে। নারী ভোটারসহ সব ভোটাররা যাতে ভোটকেন্দ্রে আসেন, সে লক্ষ্যে নানা প্রচার-প্রচারণা করা হবে।

সিলেট অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান, উপপ্রধান (উপসচিব) ও প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়।

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন অফিসার মো. এমদাদুল হক ও বিশ্বনাথ উপজেলা নির্বাচন অফিসার স্বর্ণালী চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন।

Header Ad
Header Ad

লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানলে হলিউড তারকাদের বাড়ি পুড়ে ছাই

লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানলে হলিউড তারকাদের বাড়ি পুড়ে ছাই। ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

হঠাৎ করেই দাবানল ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকায়, যার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় বহু মানুষ, এমনকি নামকরা তারকারাও। কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে, আবার কেউ ছোট পর্দা থেকে জানতে পারছেন যে, তাদের বিলাসবহুল বাড়ি পুড়ে গিয়েছে আগুনের লেলিহান শিখায়।

প্যাসিফিক প্যালিসেডস, যা লস অ্যাঞ্জেলেসের একটি অত্যন্ত অভিজাত এলাকা, এখানেই বসবাস করেন ম্যান্ডি মুর, প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিনস, ক্যারি এলওয়েসসহ অনেক তারকা। তাদের মধ্যে অনেকেই হারিয়েছেন তাদের প্রিয় বাড়ি। আগুনের উৎস এখনও স্পষ্ট নয়, তবে ক্ষতির পরিমাণ অত্যন্ত ভয়াবহ।

হলিউড তারকা প্যারিস হিলটন। ছবি: সংগৃহীত

প্যারিস হিলটন, যিনি মালিবুতে থাকেন, তার বাড়ি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে জানার পর তিনি বলেন, "এই অভিজ্ঞতা যেন আর কারও না হয়।" তিনি আরও জানান, তার বাড়িতে অনেক স্মৃতি ছিল, যা আগুনের তাপে হারিয়ে গেছে। তবে তার পরিবার এবং পোষ্যরা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে, 'দ্য প্রিন্সেস ব্রাইড' ছবির অভিনেতা ক্যারি এলওয়েসের বাড়িও দাবানলে ভস্মীভূত হয়ে গেছে। কোনো রকমে তার পরিবারকে নিরাপদ স্থানে নিয়ে আসতে পেরেছেন তিনি। জেমি লি কার্টিসও জানিয়েছেন যে, তার পরিবার নিরাপদে রয়েছে, তবে তাদের বাড়ি রক্ষা পায়নি।

গায়িকা ও অভিনেত্রী ম্যান্ডি মুর। ছবি: সংগৃহীত

গায়িকা ও অভিনেত্রী ম্যান্ডি মুরও জানিয়ে দিয়েছেন যে, তার বাড়ি আগুনে পুড়ে গেছে, তবে তিনি পরিবারের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন। এই ভয়াবহ আগুনের তাণ্ডবের শিকার আরও অনেকেই। স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসের আশপাশে কমপক্ষে চারটি জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছিল এবং এর ফলে আরও অনেক তারকার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছেন বিলি ক্রিস্টাল, আনা ফারিস, রিকি লেকসহ আরও অনেকে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন, দুদকের ২ মামলা
নির্বাচনে কারও পক্ষে কাজ করলে অসুবিধা হবে: সিইসি  
লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানলে হলিউড তারকাদের বাড়ি পুড়ে ছাই
শরীয়তপুরের জাজিরা থানা থেকে ওসির মরদেহ উদ্ধার
১ জানুয়ারি থেকে সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ছে
পিটার হাসের উত্তরসূরি হিসেবে ঢাকায় আসছেন ট্রেসি জ্যাকবসন
ইলিয়াসকে উপদেষ্টা বানানোর দাবি সারজিসের? যা জানা গেল
নওগাঁ সীমান্তে উত্তেজনা, বিজিবি-বিএসএফের বৈঠক শুক্রবার
ফের এক বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন সাকিব
ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে: মির্জা ফখরুল
সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে এসে বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
সবাইকে বিশ্বাস করতে হবে, বিয়ে করলেই সংসার হয় না: জয়া
বিডিআর বিদ্রোহে সব কারাবন্দির মুক্তি দাবি স্বজনদের  
ড. ইউনূস বিশ্ব বরেণ্য নোবেল বিজয়ী, তাকে বিতর্কিত করবেন না: আযম খান
নতুন পাঠ্যবই থেকে বাদ সাকিব-সালাউদ্দিনের নাম  
এইচএমপিভি নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই: আইইডিসিআর
২ হাজার ২৭৬ নেতাকর্মী গুম-খুনের অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করল বিএনপি
মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ আটক ১৫৩ অভিবাসী
বিডিআর বিদ্রোহ মামলার শুনানি: পুড়িয়ে দেয়া হয়েছে আদালতের এজলাস কক্ষ
টুইটারের পর এবার লিভারপুল কিনছেন ইলন মাস্ক!