অস্ট্রেলিয়াসহ ৮ দেশে ঈদ শনিবার
আগামী শনিবার (২২ এপ্রিল) ৮ দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশগুলো আগামী শনিবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, জাপান এবং ফিলিপাইন। খবর গালফ নিউজের।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) এসব দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই দেশগুলো আগামী শনিবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে।
এদিকে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ চাঁদ দেখা কমিটি বৈঠক করবে। মাগরিবের নামাজের পর যদি শাওয়াল মাসের চাঁদ দেখা না যায় তাহলে মধ্যপ্রাচ্যে আগামী রবিবার ঈদ উদযাপিত হবে।
ইতোমধ্যে চাঁদ দেখার জন্য মুসলমানদের আহ্বান জানিয়েছে আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি। যদি কেউ আকাশে চাঁদ দেখতে পান তাহলে ০২৬৯২১১৬৬ নম্বরে ফোন করে জানাতে অনুরোধ করা হয়েছে।
যদিও আমিরাতভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) শনিবার ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে। এক বিবৃতিতে জ্যোতির্বিদ্যা সংস্থাটি বলছে, ঈদ কবে সেটা চাঁদ দেখার উপর নির্ভর করবে। যদি শুক্রবার চাঁদ দেখা যায় তাহলে আরব আমিরাত ও মধ্যপ্রাচ্যে শনিবার ঈদ উদযাপিত হবে।
এসজি