টাইফুন: দক্ষিণ কোরিয়ায় কার পার্কিংয়ে ডুবে নিহত ৭
দক্ষিণ কোরিয়ায় টাইফুন হিন্নামনোরের কারণে সৃষ্ট বন্যায় ভূগর্ভস্থ গাড়ি পার্কিংয়ে আটকা পড়ে সাতজন নিহত হয়েছেন। তারা তাদের গাড়ি সরাতে সেই পার্কিংয়ে গিয়ে আটকা পড়েন।
উদ্ধারকারীরা বলছেন, তারা দু'জনকে উদ্ধার করেছেন, যারা ১২ ঘণ্টারও বেশি সময় ধরে সিলিংপাইপ আঁকড়ে ধরে বেঁচে ছিলেন।
ঘূর্ণিঝড় হিন্নামনোর এই সপ্তাহের শুরুতে দক্ষিণ কোরিয়ায় আঘাত হানে। এই বছর এখন পর্যন্ত আঘাত হানা ঝড়গুলোর মধ্যে এটিকেই সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার সকালে ভবনের মালিকপক্ষ বলে তারা আন্ডারগ্রাউন্ডের কার পার্কিং থেকে তাদের গাড়িগুলো সরিয়ে নেন। কিন্তু গাড়ি রক্ষা করতে গিয়ে এই ট্রাজেডির শিকার হন সাতজন।
যে দুজন প্রাণে বেঁচেছেন তাদের একজন পুরুষ, অন্যজন নারী। এই দুইজনের অবস্থা এখন স্থিতিশীল।
দুর্ঘটনাটির কথা জানার পর আমি রাতে ঘুমাতে পারিনি উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওল এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি এই ঘটনাকে বিপর্যয় বলে আখ্যায়িত করেছেন।
পোহ্যাং নামে যে শহরে এই দুর্ঘটনা ঘটেছে সেটিকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণা করেছে প্রশাসন।
সূত্র: বিবিসি
আরএ/