বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার: মোদি
বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় উন্নয়ন ও বাণিজ্য অংশীদার বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এ কথা জানান নরেন্দ্র মোদি।
দুই প্রধানমন্ত্রী বাণিজ্য, সংযোগ এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। ভারত ও বাংলাদেশের মধ্যে কুশিয়ারা নদীর পানি বণ্টন, রেলওয়েতে প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সহযোগিতা, বিজ্ঞান, মহাকাশ ও মিডিয়া সহযোগিতার বিষয়ে মোট সাতটি সমঝোতাও সই হয়েছে।
নরেন্দ্র মোদি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য দ্রুত বাড়ছে। আমরা আইটি, মহাকাশ এবং পারমাণবিক সেক্টরে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সেখানে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়।
বৈঠক প্রসঙ্গে নরেন্দ্র মোদি বলেন, ‘বন্ধুত্বের মাধ্যমে আপনি যেকোনো সমস্যার সমাধান করতে পারেন। সুতরাং, আমরা সবসময় এটি করি।’
এর আগের বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থ ও গুরুত্বের বিষয় নিয়ে আলোচনা করেন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) মইনুদ্দিন চিশতীর দরগাহ জিয়ারত করতে আজমিরে যাওয়ার কথা রয়েছে হাসিনার। সিনিয়র মন্ত্রীদের সঙ্গে থাকা হাসিনা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখরের সঙ্গেও দেখা করবেন।
আরইউ/আরএ/