দেশে ফিরেই সরকারি বাসভবনে গোতাবায়া
দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দেড় মাস পর ফিরেই সরকারি বাসভবন পেলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। জনগণের বিক্ষোভের মুখে গত ১৩ জুলাই রাতের আঁধারে সামরিক বাহিনীর সহায়তায় শ্রীলঙ্কা ছেড়ে পালিয়ে যান তিনি।
একাধিক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার (৩ সেপ্টেম্বর) কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সরকারি ভবনে পৌঁছে দেওয়া হয় তাকে।
১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর প্রথমবার ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। এতে গণবিক্ষোভের মুখে দেশ ছাড়েন গোতাবায়া। দেশের এমন সংকটের পেছনে তার প্রশাসনকে দায়ী করে আসছে লঙ্কান জনগণ।
সিঙ্গাপুরে থাকা অবস্থায় পদত্যাগপত্র পাঠান তিনি। পরে সেখান থেকে থাইল্যান্ডে আশ্রয় নেন।
গোতাবায়ার দেশে ফেরার বিষয়ে শ্রীলঙ্কার বর্তমান সরকারের একজন মুখপাত্রকে রয়টার্স ইমেইল পাঠিয়ে জানতে চাইলে তার জবাব আসেনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি বাসভবনে যাওয়ার আগে শনিবার ভোরে বিমানবন্দরে ক্ষমতাসীন দলের সদস্য ও আইনপ্রণেতাদের একটি দলের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, রাজাপক্ষের এখন কী পরিকল্পনা সে বিষয়ে কোনো ইঙ্গিত দেন তিনি।
শনিবার সকালে কলম্বো ফেরেন ৭৩ বছরের এই রাজনীতিক। কলম্বোর অদূরে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান লঙ্কান মন্ত্রী ও রাজনীতিকরা।
টিটি/