যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে সাড়া পাননি রুশ পররাষ্ট্রমন্ত্রী
নিউ ইয়র্কে জাতিসংঘের একটি সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভিসা চেয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বিষয়টি নিয়ে ওয়াশিংটন এখনও কোনো সাড়া দেয়নি।
শনিবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, এ মাসে অনুষ্ঠিতব্য ওই বৈঠকে অংশগ্রহণের জন্য নিউইয়র্কে যাওয়ার অনুমতি চেয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের জন্য ৫৬টি ভিসা চাওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এর একটিও পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে একটি চিঠি পাঠিয়েছেন সংস্থাটিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। শুক্রবার এর একটি অনুলিপি রয়টার্সের হাতে আসে।
চিঠিতে ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, গত কয়েক মাস ধরে জাতিসংঘের বিভিন্ন ইভেন্টের প্রতিনিধি হিসেবে অনেক রুশ কর্মকর্তাকে প্রবেশের ভিসা দিতে ক্রমাগত অস্বীকার করে আসছে ওয়াশিংটন। এটা উদ্বেগজনক।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেন, জাতিসংঘের মূল ভেন্যু হওয়ায় যুক্তরাষ্ট্র তার এ সংক্রান্ত বাধ্যবাধকতাগুলো গুরুত্ব সহকারে নেয়।
তিনি বলেন, আমরা প্রতি বছর রাশিয়ান ফেডারেশনের প্রতিনিধিদের জন্য শত শত ভিসা প্রক্রিয়াকরণ করি। সময়মত প্রক্রিয়াকরণ নিশ্চিতের জন্য যত দ্রুত সম্ভব আবেদন জমা দিতে হবে।
ভিসা রেকর্ডের বিষয়টি মার্কিন আইনে গোপনীয় হওয়ায় এ ব্যাপারে আলাদাভাবে বিশদ মন্তব্য করার সুযোগ নেই বলেও জানান তিনি।
১৯৪৭ সালের জাতিসংঘ ‘সদর দপ্তর চুক্তি’র অধীনে যুক্তরাষ্ট্রকে বিদেশি কূটনীতিকদের জাতিসংঘে প্রবেশের অনুমতি দিতে হয়। তবে ওয়াশিংটন বলছে, তারা নিরাপত্তা, সন্ত্রাসবাদ ও পররাষ্ট্রনীতি সংক্রান্ত কারণে ভিসা প্রত্যাখ্যান করার ক্ষমতা রাখে।
টিটি/