দেশে ফিরলেন গোতাবায়া রাজাপক্ষে
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ফের দেশে ফিরেছেন। প্রবল গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তিনি। সাময়িক ভিসা নিয়ে এতদিন তিনি থাইল্যান্ডে অবস্থান করছিলেন। ৩ সেপ্টেম্বর (শনিবার) সকালে সেখান থেকে সিঙ্গাপুর হয়ে কলম্বো ফেরেন ৭৩ বছরের এই রাজনীতিক। কলম্বোর অদূরে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান লঙ্কান মন্ত্রী ও রাজনীতিকরা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, উড়োজাহাজ থেকে বেরুনোর সময় রাজাপক্ষকে ফুলের মালা দিতে ক্ষমতাসীন রাজনীতিকদের ভিড় লেগে যায়।
শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট হিসেবে গোতাবায়া রাজাপক্ষকে তার প্রাপ্য নিরাপত্তা দেবে সরকার।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজাপক্ষের জন্য কলম্বোতে একটি বাড়ি দেখেছে সরকার। তবে তিনি সেখানেই উঠবেন নাকি আপাতত সামরিক ব্যবস্থাপনায় থাকবেন সেটি এখনও নিশ্চিত নয়।
গত জুলাইয়ে বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান গোতাবায়া রাজাপক্ষে। সামরিক বিমানযোগে প্রথমে মালদ্বীপ যান তিনি। সেখান থেকে সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে পাড়ি জমান সিঙ্গাপুরে। গত ১১ আগস্ট সিঙ্গাপুর ছেড়ে থাইল্যান্ডে আশ্রয় নেন তিনি।
শ্রীলঙ্কার প্রভাবশালী রাজাপক্ষে পরিবারের সদস্য গোতাবায়া দেশটির সেনাবাহিনীতে কাজ করেছেন। পরে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি। ২০০৯ সালে রাজাপক্ষে প্রতিরক্ষামন্ত্রী থাকার সময়ে সরকারি বাহিনী চূড়ান্তভাবে তামিল বিদ্রোহীদের পরাজিত করে। অবসান ঘটে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের। কয়েকটি মানবাধিকার সংগঠন ওই সময়ে রাজাপক্ষের দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধের তদন্ত দাবি করে আসছে। তবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ কখনোই স্বীকার করেননি তিনি।
টিটি/