তাইওয়ানকে ১১০ কোটি ডলার মূল্যের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র
তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে ১১০ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
শুক্রবার (২ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনার মধ্যেই অঞ্চলটিতে অস্ত্র বিক্রির এই ঘোষণা দিল বাইডেন প্রশাসন। এর আওতায় তাইপেকে ৬৬ কোটি ৫০ লাখ ডলারের ‘রাডার ওয়ার্নিং সিস্টেম’ সরবরাহ করবে ওয়াশিংটন। এই ব্যবস্থার মাধ্যমে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা সম্ভব হবে। এ ছাড়া যেকোনও জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম ৬০টি হারপুন ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে। যার মূল্য ৩৫ কোটি ৫০ লাখ ডলার।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, তাইওয়ানের নিরাপত্তার জন্য এসব সামরিক সরঞ্জাম অত্যন্ত জরুরি।
পররাষ্ট্র দপ্তর ঘোষণা দিলেও, এসব অস্ত্র বিক্রিতে মার্কিন কংগ্রেসের অনুমোদন নিতে হবে। কংগ্রেসের উভয় দলই এতে সমর্থন দেবে বলে ধারণা করা হচ্ছে। তাইওয়ান ইস্যুতে দুই দল বরাবরই সমর্থন দিয়ে আসছে।
টিটি/