কলম্বিয়ায় বিস্ফোরক হামলায় প্রাণ হারালেন ৮ পুলিশ কর্মকর্তা
কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে পুলিশের গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরক হামলার ঘটনা ঘটেছে। এতে আট জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (৩ সেপ্টেম্বর) দেশটির পশ্চিমের সান লুইস অঞ্চলে এ হামলার ঘটনার ঘটে। খবর আল-জাজিরার।
ঘটনার নিন্দা জানিয়ে দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেন তার দায়িত্ব গ্রহণের পর নিরাপত্তা বাহিনীর উপর এটি সবচেয়ে মারাত্মক হামলা।
স্থানীয় পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা যে গাড়িটিতে ভ্রমণ করছিলেন সেখানে বিস্ফোরণ ঘটানো হলে ওই আট পুলিশ কর্মকর্তা নিহত হন।
টুইট বার্তায় প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেন, আমি এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
তিনি আরও বলেন, এই ধরনের হামলা দেশে শান্তির জন্য সুস্পষ্ট অন্তর্ঘাত। এ ঘটনা তদন্তের জন্য আমি কর্তৃপক্ষকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়েছি।
পেট্রো শুক্রবার হামলার সন্দেহভাজন অপরাধীদের নাম উল্লেখ করেনি, তবে নিরাপত্তা সূত্র মতে, ওই এলাকায় এফএআরসি বিদ্রোহী আন্দোলনের তথাকথিত ভিন্নমতাবলম্বীরা সক্রিয় রয়েছেন।
সম্প্রতি ভেনেজুয়েলায় সীমান্তের ওপারে লড়াইয়ে বেশ কয়েকজন প্রভাবশালী ভিন্ন মতাবলম্বী কমান্ডার নিহত হয়েছেন। যারা তাদের পূর্বসূরিদের শান্তি চুক্তি প্রত্যাখ্যান করে।
কলম্বিয়ার সরকার, বামপন্থী বিদ্রোহী, ডানপন্থী আধাসামরিক বাহিনী এবং মাদক চোরাচালান চক্রের মধ্যে দ্বন্দ্বে ১৯৮৫ থেকে ২০১৮ সালের মধ্যে দেশটিতে কমপক্ষে সাড়ে চার লাখ মানুষ নিহত হয়েছেন।
আরএ/