বিধানসভায় আস্থা ভোটে জয়ী আম আদমি পার্টি
বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ। এরই মধ্যে দিল্লি বিধানসভায় শক্তি দেখিয়ে দিলেন অরবিন্দ কেজরিওয়াল। আস্থা ভোটে জয়ী হলো তার আম আদমি পার্টি (আপ)।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
৭০ আসনের দিল্লি বিধানসভায় আস্থা ভোটে আম আদমি পার্টির সমর্থনে ভোট দিয়েছেন ৫৮ জন বিধায়ক। কেজরিওয়ালের দলের বিধায়ক সংখ্যা ৬২। বিজেপির পক্ষে ভোট দিয়েছেন আটজন।
সম্প্রতি বিজেপির বিরুদ্ধে তাদের দলে ভাঙন ধরানোর অভিযোগ করে দিল্লি রাজনীতিতে হৈচৈ ফেলে দিয়েছিলেন আপ নেতারা। তার সরকারকে ভাঙার জন্য বিজেপি প্রায় ৮০০ কোটি টাকা নিয়ে নেমেছিল বলে অভিযোগ করেছেন আপ-প্রধান।
কেজরিওয়ালের দাবি, দিল্লিতে 'অপারেশন লোটাস' ব্যর্থ হয়েছে। তার একজন বিধায়ককেও বিজেপি তাদের শিবিরে নিতে পারেনি বলেও দাবি করেন তিনি। দলের বিধায়করা তার সঙ্গে রয়েছেন- এটা প্রমাণ করতেই বিধানসভায় আস্থা ভোটের ডাক দেন।
আস্থা ভোটের প্রস্তাব পাস হওয়ার পর বিজেপিকে উদ্দেশ করে কেজরিওয়াল বলেন, দিল্লিতে একজন আপ বিধায়ককে কিনতেও ব্যর্থ হয়েছে ওরা (বিজেপি)। আমাদের ৬২ জন বিধায়ক রয়েছেন। এর মধ্যে দু'জন দেশের বাইরে রয়েছেন; একজন জেলে।
টিটি/