জাতিসংঘের পরমাণু সংস্থা প্রধান ও জেলেনস্কির বৈঠক অনুষ্ঠিত
জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা আইএইএ প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) কিয়েভে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের আগে মঙ্গলবার সকালে কিয়েভে পৌঁছান রাফায়েল গ্রোসির নেতৃত্বাধীন আইএইএ-র একটি দল।
টুইটারে দেওয়া পোস্টে রাফায়েল গ্রোসি বলেছেন, আমাদের অবশ্যই ইউক্রেন ও ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র জাপোরিঝঝিয়ার সুরক্ষা নিশ্চিত করতে হবে।
মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আজ জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চারপাশের পরিস্থিতি ইউক্রেন ও সমগ্র বিশ্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সমস্যাগুলোর একটি। সেখানে সম্ভাব্য বিস্ফোরণ, পারমাণবিক চুল্লির ব্যর্থতা, ইউক্রেনীয় নেটওয়ার্ক থেকে জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো বড় ধরনের ঝুঁকি রয়েছে।’
তিনি রাফায়েল গ্রোসির নেতৃত্বে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর মিশনকে পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি এড়াতে ‘সম্ভব সবকিছু করার’ আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি ওভারহেড লাইনে আগুন ধরে যাওয়ায় জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে ইউক্রেনের জাতীয় পাওয়ার গ্রিডের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গত বৃহস্পতিবার ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটে। তবে ছয়টি রিঅ্যাক্টরের মধ্যে দুইটির সংযোগ পুনরায় স্থাপিত হয়। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য রাশিয়াকে দায়ী করে ইউক্রেন।
ইউক্রেনের বিদ্যুতের এক-পঞ্চমাংশ আসে এই জাপোরিঝঝিয়া বিদ্যুৎকেন্দ্র থেকে। সেখানে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর হামলা-পাল্টা হামলার ঘটনায় পরমাণু বিদ্যুৎকেন্দ্রটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। যা পর্যবেক্ষণে যায় জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার দলটি।
টিটি/