রুশ হামলায় প্রাণ গেল ইউক্রেনের হয়ে যুদ্ধ করা ব্রাজিলীয় মডেলের

ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নেওয়া ব্রাজিলীয় মডেল নারী স্নাইপার থালিতো দো ভ্যালে (৩৯) রুশ বাহিনীর মিসাইল হামলায় নিহত হয়েছেন। এ হামলায় মৃত্যু হয় ব্রাজিলের সাবেক এক সেনাকর্মীরও।
সম্প্রতি খারকিভ শহরে রাশিয়ার সেনাবাহিনীর মিসাইল হামলায় তার মৃত্যু হয় বলে প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি।
জানা গেছে, ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত খারকিভ শহরে আছড়ে পড়ে রুশ মিসাইল। এতে প্রাণ যায় স্নাইপার থালিতাদো ভালের। যুদ্ধবিধ্বস্ত শহরে থালিতার খোঁজ করতে বাঙ্কারে ফিরেছিলেন ব্রাজিলীয় সেনা ডগলাস বারজিও (৪০)। তখনই শহরে আছড়ে পড়ে রুশ গোলা। তাতেই প্রাণ যায় দু’জনের। এর আগে একবার বোমাবর্ষণ থেকে রক্ষা পেয়েছিলেন থালিতা।
অল্প বয়সে থালিতা মডেলিং শুরু করেন। এরপর তিনি অভিনয়ও করেন। তিনি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য হিসেবে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি থেকে পশু উদ্ধার করতেন।
নিহত মডেলের ভাই থিও রডরিগেজ ভিয়েরা জানিয়েছেন, গত তিন সপ্তাহ ধরে ইউক্রেনে ছিলেন থালিতা। সেখানে যুদ্ধপীড়িতদের উদ্ধারের পাশাপাশি শার্প শুটার হিসেবে কাজ করছিলেন তিনি। রাশিয়ার সেনার বিরুদ্ধে লড়াইয়েও অংশ নেন তিনি।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ড্রোনের মাধ্যমে শহরের বিভিন্ন প্রান্তে নজরদারি চালাত রুশ সেনা। তাই মাঝেমধ্যে ফোন করে জানিয়ে দিতেন তিনি নিরাপদেই আছেন। সবশেষ ২৭ জুন পরিবারের সঙ্গে কথা বলেন স্নাইপার থালিতো দো ভ্যালে।
আরএ/
