হিলারি ক্লিনটন ও জেন সাকি করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
৭৪ বছর বয়সি এ সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন টুইটারে লেখেন, টিকা নিতে পারায় আমি কৃতজ্ঞ। যদি কেউ ইতোমধ্যে টিকা না নিয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে টিকা ও বুস্টার ডোজ নিন।
হিলারি জানান, তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে এবং তিনি ভালো আছেন। তাদের পরিবার পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তিনি কোয়ারেন্টিনে থাকবেন।
এদিকে মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকির কোভিড পরীক্ষায় পজিটিভ এসেছে এবং জো বাইডেনের সঙ্গে ইউরোপ সফরে যোগ দেবেন না সাকি।
তিনি টুইটারে লিখেছেন, ইউরোপ ভ্রমণের প্রস্তুতির জন্য, আমি সকালে একটি পিসিআর পরীক্ষা করেছি। সেই পরীক্ষাটি পজিটিভ এসেছে, যার অর্থ আমি সিডিসি নির্দেশিকা মেনে চলব এবং প্রেসিডেন্টের সঙ্গে ইউরোপ সফরে যাচ্ছি না। এখন পর্যন্ত কেবল হালকা লক্ষণগুলো অনুভব করছি বলে উল্লেখ করেন তিনি।
কেএফ/
