রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ | ২ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ইসরায়েলের পাঁচ সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

ছবি: সংগৃহীত

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের পাঁচ সামরিক ঘাঁটিতে ব্যাপক রকেট হামলা চালিয়েছে। এই হামলার লক্ষ্যবস্তু ছিল হাইফা শহর এবং এর আশপাশের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো।

হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের যোদ্ধারা হাইফার একটি প্রযুক্তিগত ঘাঁটি, হাইফা নৌ ঘাঁটি, স্টেলা ম্যারিস নৌ ঘাঁটি, এবং এর আশপাশের দুটি সামরিক ঘাঁটিতে একযোগে হামলা চালায়। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে একটি গ্যাস স্টেশন এবং ক্ষেপণাস্ত্রের গুদামও ছিল।

ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, হাইফার একটি সিনাগগেও রকেট আঘাত হেনেছে। এর পাশাপাশি, লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গ্যালিলি এলাকায় প্রায় ২০টি রকেট ছোড়া হয়েছে বলে তারা নিশ্চিত করেছে।

এই রকেট হামলার পর ইসরায়েলি বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে পাল্টা হামলা জোরদার করেছে। সামরিক বাহিনীর দাবি, গত এক সপ্তাহে বৈরুতের দক্ষিণ শহরতলিতে ৫০টিরও বেশি হামলা চালানো হয়েছে।

হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলার ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে।

এই হামলাগুলো মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যকার সংঘাত যদি আরও বিস্তৃত হয়, তবে তা পুরো অঞ্চলে ব্যাপক প্রভাব ফেলতে পারে। সূত্র: এএফপি, টাইমস অব ইসরায়েল, আল-জাজিরা

Header Ad

মেট্রোরেলের এমআরটি-৫ প্রকল্পে ব্যয় কমলো ৭ হাজার কোটি টাকা

ছবি: সংগৃহীত

মেট্রোরেলের ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫ সাউদার্ন রুট (গাবতলী-দাশেরকান্দি) প্রকল্পের ব্যয় সাম্প্রতিক পর্যালোচনার মাধ্যমে ১৫ শতাংশ কমানো হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, এই পর্যালোচনার ফলে প্রকল্প ব্যয় ৬ হাজার ৮৯৮ কোটি টাকা কমিয়ে আনা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা কমিশনের নির্দেশে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে এই ব্যয় পুনর্মূল্যায়ন করা হয়। সংশোধিত প্রকল্প প্রস্তাবটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে জমা দেওয়া হয়েছে। প্রকল্প পরিচালক মো. আব্দুল ওহাব জানিয়েছেন, ব্যয় কমানোর ক্ষেত্রে ঋণের সুদের মেয়াদ কমানো, মূলধন ব্যয় হ্রাস এবং অতিরিক্ত ব্যয়ের প্রাক্কলন সংশোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সরকারের সময়ে প্রকল্পটির জন্য ৫৪ হাজার ৬১৯ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছিল। তবে, অন্তর্বর্তী সরকারের উদ্যোগে ব্যয় পুনর্মূল্যায়নের পর এটি ৪৭ হাজার ৭২১ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে।

প্রকল্প সংশোধনের পেছনে ইউনিট রেট বিশ্লেষণ, বৈদেশিক ঋণের সুদ পর্যালোচনা, এবং সম্ভাব্যতা বিশ্লেষণের ভূমিকা ছিল বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে জমা দেওয়া ডিপিপিতে উল্লেখ করা হয়েছে।

নতুন ব্যয়ের মধ্যে ৩৯ হাজার ১৩৮ কোটি টাকা বিদেশি ঋণের আওতায় থাকবে। এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এবং দক্ষিণ কোরিয়া এই প্রকল্পে অর্থায়নে প্রাথমিক সম্মতি জানিয়েছে।

এই রুটটি গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সংযুক্ত করবে। এর মধ্যে গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, রাসেল স্কয়ার, কারওয়ান বাজার, হাতিরঝিল, তেজগাঁও, আফতাবনগর এবং দাশেরকান্দি অন্তর্ভুক্ত।

এমআরটি লাইনটি গাবতলী থেকে আফতাবনগর পর্যন্ত ১৩.১০ কিলোমিটার ভূগর্ভস্থ এবং আফতাবনগর থেকে দাশেরকান্দি পর্যন্ত ৪.১০ কিলোমিটার উঁচু মেট্রো লাইন হিসেবে নির্মাণ করা হবে।

এই ব্যয় সাশ্রয় মেট্রোরেলসহ অন্যান্য মেগা প্রকল্পের সম্ভাব্য ব্যয় হ্রাসের দ্বার উন্মোচন করেছে। সড়ক পরিবহন বিভাগ আরও কিছু ক্ষেত্রে খরচ হ্রাসের সম্ভাবনা খতিয়ে দেখছে বলে জানা গেছে।

Header Ad

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস । ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে তিনি এই ভাষণ দেবেন।

প্রধান উপদেষ্টার ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সরকারের অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ১০ নভেম্বর তিনজন নতুন উপদেষ্টা শপথ নেওয়ার পর উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা এখন ২৪ জনে উন্নীত হয়েছে।

অন্তর্বর্তী সরকারের এই ১০০ দিন পূর্তি জাতির জন্য বিশেষ তাৎপর্য বহন করে। এই সময়ের মধ্যে সরকার সংস্কারমূলক কার্যক্রম ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রধান উপদেষ্টার ভাষণটি জাতির উদ্দেশে সরকারের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরবে বলে ধারণা করা হচ্ছে।

Header Ad

সাবেক স্পিকার শিরীন শারমিন ও তাঁর স্বামীর পাসপোর্ট আবেদন স্থগিত

সাবেক স্পিকার শিরীন শারমিন ও তাঁর স্বামীর পাসপোর্ট আবেদন স্থগিত । ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও তাঁর স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনের পাসপোর্টের আবেদন স্থগিত করেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর। রবিবার (১৭ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট দপ্তর।

ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালক ইসমাইল হোসাইন বলেন, "তার পাসপোর্ট সংক্রান্ত কোনো অগ্রগতি হয়নি। এর বেশি কিছু জানতে হলে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে যোগাযোগ করতে হবে।"

গত ৫ নভেম্বর একটি সংবাদে দাবি করা হয়, সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, যিনি হত্যা মামলার আসামি, তিনি আত্মগোপনে থেকেও বিশেষ সুবিধায় পাসপোর্টের জন্য আবেদন করেছেন। সেই প্রতিবেদনে বলা হয়, পাসপোর্ট আবেদন প্রক্রিয়ায় তাঁর ফিঙ্গারপ্রিন্ট, ছবি এবং চোখের আইরিশ নেওয়া হয়, যা নিয়ম বহির্ভূত। এতে পাসপোর্ট অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

পাসপোর্ট অফিসে গিয়ে সরাসরি আনুষ্ঠানিকতা সম্পন্ন না করেও অনৈতিক সুবিধায় পাসপোর্ট প্রাপ্তির অভিযোগ নতুন নয়। বিশেষ করে কিছু নেতাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে।

এদিকে, গত ২২ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, উপদেষ্টা এবং সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত সব কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিল করে। এর পর থেকে বেশ কিছু নেতার পাসপোর্ট সংক্রান্ত কার্যক্রম নিয়ে বিতর্ক শুরু হয়।

পাসপোর্ট আবেদন স্থগিত এবং এর সঙ্গে যুক্ত বিশেষ সুবিধার অভিযোগ নিয়ে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর এখনো বিস্তারিত কোনো মন্তব্য করেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে বলে জানা গেছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

মেট্রোরেলের এমআরটি-৫ প্রকল্পে ব্যয় কমলো ৭ হাজার কোটি টাকা
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
সাবেক স্পিকার শিরীন শারমিন ও তাঁর স্বামীর পাসপোর্ট আবেদন স্থগিত
বন্ধু ছাঁটাই করার দিন আজ
বিমানবন্দর থেকে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান গ্রেফতার
মাওলানা ভাসানী সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের প্রেরণাদাতা: তারেক রহমান
ইসরায়েলের পাঁচ সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা
পরীক্ষায় ফেলের হতাশা থেকে স্কুলে হামলা, নিহত ৮
মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ
উত্তরের জনপদে শীতের আমেজ, পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াস
নতুন প্রেমে মজেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা
এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত অস্ট্রেলিয়ার
ইলন মাস্কের সঙ্গে বৈঠকের কথা নাকচ করেছে ইরান
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইসলামি বক্তা আব্দুল হাই সাইফুল্লাহ
পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৭ সেনা নিহত
বাংলাদেশের দুটি কিডনিই খেয়ে ফেলা হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য
গণঅভ্যুত্থানে আহত কাজলকে থাইল্যান্ড পাঠানো হচ্ছে
বাচ্চারা জীবন দেয় আর মুরব্বিরা পদ ভাগাভাগি করেন: হাসনাত আবদুল্লাহ
‘ভূ-রাজনৈতিক স্বার্থের আবর্তে আটকে বাংলাদেশ, রোহিঙ্গা সংকট সমাধানে প্রতিবেশীদের অনাগ্রহ’
মণিপুরে রণক্ষেত্র, ইন্টারনেট পরিষেবা বন্ধ