রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ৩ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় সৌদি আরবের বড় পদক্ষেপ

ছবি: সংগৃহীত

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে একটি বৈশ্বিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব।

বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ ঘোষণা দেন। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে এক বক্তব্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আরব ও ইসলামিক দেশগুলোর পক্ষ থেকে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আমরা দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে বৈশ্বিক জোট গঠনের ঘোষণা করেছি। ফিলিস্তিন-ইসরাইল সংকটের স্থায়ী মীমাংসা কেবল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই আসতে পারে-এই দৃঢ় বিশ্বাসের ওপর ভিত্তি করেই এ জোট গঠন করা হয়েছে।

ফয়সাল বিন ফারহান বলেন, ‘আমরা যা করার চেষ্টা করছি তা হলো, দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের লক্ষ্যে একটি জোট তৈরি করা এবং এর জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিসহ কিছু মৌলিক উপাদান প্রয়োজন।’

সৌদি আরব এবং তার মিত্ররা এই পরিকল্পনার অংশ হিসেবে রিয়াদ, ব্রাসেলস (ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয়), কায়রো, অসলো, আম্মান এবং আঙ্কারায় জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ের বৈঠকের আয়োজন করবে বলে জানিয়েছেন তিনি।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বলছে, গাজা যুদ্ধের কারণে সৃষ্ট ‘বিপর্যয়কর মানবিক সংকট’ এবং পশ্চিম তীরে ইসরাইলি দখলদার বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ফয়সাল।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি বুঝি না, কীভাবে যুদ্ধ চালিয়ে যাওয়াই একমাত্র বিকল্প হতে পারে? আমাদের সামনে অন্যান্য বিকল্প থাকতে হবে এবং তাই আমি যুদ্ধবিরতি এবং কূটনীতির বিজয়ের জন্য আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি।’

Header Ad
Header Ad

উত্তরপূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে

উত্তরপূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে। ছবি: সংগৃহীত

ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান এবং এরপর থেকেই সেখানে অবস্থান করছেন।

দেশ ছাড়ার পর তার বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে শতাধিক মামলা হয়েছে। এসব মামলার বিচারের জন্য বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান জানালেও ভারত সরকার এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া দেয়নি। ঢাকার পক্ষ থেকে একাধিকবার নোট ভার্বাল ও আনুষ্ঠানিক কাগজপত্র পাঠানো হলেও দিল্লির অবস্থান অপরিবর্তিত রয়েছে।

এদিকে, ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দিতে আগ্রহ দেখাচ্ছে না ঠিকই, তবে দেশটির উত্তরপূর্বাঞ্চলের জনগণের বড় একটি অংশ চান, তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক। ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে পরিচালিত ‘মুড অব দ্য নেশন’ জরিপের তথ্য অনুযায়ী, উত্তরপূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ মনে করেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত।

জরিপে অংশগ্রহণকারীদের কাছে প্রশ্ন রাখা হয়েছিল— “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার বিষয়ে আপনার মতামত কী?”

জবাবে, উত্তরপূর্ব ভারতের ২৩ শতাংশ মানুষ বলেছেন, শেখ হাসিনা ভারতের মিত্র ছিলেন, তাই তাকে আশ্রয় দেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল। পুরো ভারতের ক্ষেত্রে এই মত পোষণ করেছেন ৩৭.৬ শতাংশ মানুষ। তবে উত্তরপূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষ মনে করেন, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে শেখ হাসিনাকে ফেরত পাঠানো উচিত। অন্যদিকে, পুরো ভারতের ২১.১ শতাংশ নাগরিকও এই মত পোষণ করেছেন।

 

এছাড়া, পুরো ভারতের ২৯ শতাংশ মানুষ মনে করেন, শেখ হাসিনার ভারতে অবস্থান করা উচিত নয়। তবে তারা চান না যে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক, বরং অন্য কোনো দেশে চলে যেতে বলা হোক। উত্তরপূর্ব ভারতের ১৬ শতাংশ মানুষও এই মতামতের পক্ষে অবস্থান নিয়েছেন।

ভারতের অভ্যন্তরে শেখ হাসিনার অবস্থান নিয়ে এমন বিভক্ত মতামত প্রকাশ পেলেও, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর জন্য কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। তবে ভারত সরকার শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার বিষয়।

Header Ad
Header Ad

দেশকে কারা নেতৃত্ব দেবে তা বাছাই করার সময় এসেছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

আগামী দিনে দেশকে কারা নেতৃত্ব দেবে, তা বাছাই করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গত ১৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এখন দেশ পুনর্গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, "স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি, উন্নয়ন ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। নির্বাচনের নামে জনগণের সঙ্গে তামাশা ও প্রতারণা করেছে শেখ হাসিনা।"

তিনি আরও বলেন, "বিরোধী দল দমন-পীড়ন, মিথ্যা মামলা ও গুমের মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করা হয়েছে। ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমরা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী সরকারের ১৫ বছরের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে পুনর্গঠন করতে চাই।"

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, "এখনই সময় দেশকে এগিয়ে নেওয়ার। দেশের পুনর্গঠনে ঝাঁপিয়ে পড়তে হবে। কোনোভাবেই দেশকে পিছিয়ে পড়তে দেওয়া যাবে না।"

নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।

বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, আগামী দিনে তারা জনগণের সমর্থনে সরকার পরিবর্তন করতে পারবেন এবং দেশকে নতুন করে গড়ে তুলবেন।

Header Ad
Header Ad

বিদ্রোহ থেকে সরে এলেও অনুশীলনে যোগ দিচ্ছেন না সাবিনারা

অবশেষে বিদ্রোহ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন ১৮ নারী ফুটবলার। ছবি: সংগৃহীত

অবশেষে বিদ্রোহ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন ১৮ নারী ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সঙ্গে আলোচনার পর অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

তবে বিদ্রোহ থেকে সরে এলেও এখনই তারা অনুশীলনে যোগ দিচ্ছেন না। আপাপত ছুটিতে যাবেন সাবিনারা। সেখান থেকে ফিরলে বিদ্রোহী ফুটবলারদের নিয়ে কোচের সঙ্গে বসবে বাফুফে। তারপরেই কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে যোগ দিবেন সাবিনা-কৃষ্ণারা।

এ বিষয়ে বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘পিটার বাটলারের অধীনেই ক্যাম্পে ফিরবে বিদ্রোহী নারী ফুটবলাররা, তবে আরব আমিরাত ম্যাচের আগে নয়, ২৪শে ফেব্রুয়ারি সিনিয়ররা ছুটিতে যাবেন, ছুটি থেকে ফিরে ক্যাম্পে যোগ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। পিটার বাটলারকে কোচ হিসেবে আমিও চাইনি, ইমার্জেন্সি কমিটি সিদ্ধান্ত নিয়েছিল।’

বিদ্রোহী ফুটবলাররা ক্যাম্পে ফেরার পর তাদের সঙ্গে কোচকে নিয়ে আলোচনায় বসবে বাফুফে। সেখানে সংকট পুরোপুরি কেটে যাবে জানিয়ে কিরণ বলেন, ‘অনুশীলন শুরুর সময় সভাপতি, কোচ, মেয়েদের নিয়ে সভা করে যে ভুল বোঝাবুঝি আছে সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। একসঙ্গে অনুশীলন করবে সবাই, কেউ কারো সঙ্গে অসন্তোষ থাকলে ভালো কিছু হবে না। আজ আমাকে বলেছে যোগ দিয়ে চুক্তিতে সই করবে।’ 

এর আগে বিদ্রোহ করা ১৮ ফুটবলারকে ছাড়াই অনুশীলন চালিয়েছিলেন কোচ পিটার বাটলার। সিনিয়র জাতীয় দলের ১৩ জনসহ বয়সভিত্তিক দলের মোট ৩৭ জনকে অনুশীলন করিয়েছেন বাটলার।  আগামী ২৬শে ফেব্রুয়ারি এবং ২রা মার্চ দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার জন্য বাংলাদেশ নারী ফুটবল দলের ২৪শে ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা রয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

উত্তরপূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে
দেশকে কারা নেতৃত্ব দেবে তা বাছাই করার সময় এসেছে: তারেক রহমান
বিদ্রোহ থেকে সরে এলেও অনুশীলনে যোগ দিচ্ছেন না সাবিনারা
প্রাথমিক শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের সচিবালয়মুখী পদযাত্রায় পুলিশের বাধা, জলকামান নিক্ষেপ
নির্বাচনের বর্তমান পরিস্থিতি নিয়ে শঙ্কা, গৃহযুদ্ধের আশঙ্কা ব্যারিস্টার মামুনের
গান গাইতে গাইতেই মারা যেতে চান আশা ভোঁসলে
ইলন মাস্কের ইন্টারনেট বাংলাদেশে: সুবিধা কি, খরচ কত?  
ভারতের তামিলনাড়ুর শতবর্ষী ম্যাগাজিনে মোদির ব্যঙ্গচিত্র, ওয়েবসাইট ব্লক নিয়ে বিতর্ক
সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার
শেখ হাসিনার পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি: রিজভী
আখেরি মোনাজাতে শেষ হলো এ বছরের বিশ্ব ইজতেমা
পুলিশ নয় নাট্যকর্মীদের একটা অংশ উৎসবের বিরোধিতা করে: ফারুকী
পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন বাতিল
গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ২৫ লাশ উদ্ধার  
সাকিব যেনো নিঃস্ব প্রাণ এক, একের পর এক হারাচ্ছেন সব
সাতক্ষীরায় পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার    
খরা মৌসুমে হঠাৎ ফুঁসে উঠেছে তিস্তা, শঙ্কায় কৃষকরা  
নয়াদিল্লিকে এফ-৩৫ দেবে যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ইসলামাবাদ  
রাজধানীর বিভিন্ন সড়কে সিএনজিচালকদের বিক্ষোভ  
দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা