আল-আকসা হাসপাতালের ৬০০ রোগী ও স্বাস্থ্যকর্মী নিখোঁজ
ছবি: সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকার হাসপাতাল আল-আকসা ছাড়তে বাধ্য হয়েছেন শত শত ফিলিস্তিনি রোগী ও স্বাস্থ্যকর্মী। তারা কোথায় আছে তার কোনো তথ্য নেই। আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও জাতিসংঘ।
সংস্থা দুটি জানায়, ইসরায়েলের অনবরত বোমা বর্ষণে বাস্তুহারা ও আহতরা হাসপাতালে জড়ো হয়। এই ঢল ঠেকাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ডব্লিউএইচওর একজন কর্মী ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ক দপ্তরের এর প্রতিনিধি গতকাল রবিবার গাজার মধ্যাঞ্চলের একমাত্র কার্যকর অবস্থায় থাকা হাসপাতালটি পরিদর্শনে যান।
তারা জানান, ইসরায়েলের বোমা বর্ষণে হাজার হাজার মানুষ হাসপাতালে আশ্রয় নিয়েছে। হাসপাতালের পরিচালক জানান, বোমা হামলা বেড়ে যাওয়ায় প্রতিনিয়তিই মানুষ হাসপাতালে আসছে। তাদের জায়গা করে দিতে স্থানীয় স্বাস্থ্যকর্মী ও ৬০০ রোগী হাসপাতাল ছাড়তে বাধ্য হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী ৫ থেকে ৭ জানুয়ারি ইসরায়েলের হামলায় অন্তত ২২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৯৬ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা সিন ক্যাসি বলেছেন, প্রতি মিনিটেই কয়েকজন নতুন রোগী হাসপাতালে আসছে। শত শত রোগীদের জন্য মাত্র পাঁচজন ডাক্তার সেখানে আছেন। তিনি বলেন, হাসপাতাল পরিচালক শুধু বোমা হামলা থেকে এই স্থাপনার সুরক্ষা চান। যদিও তার অনেক কর্মীই চলে গেছেন। তবে প্রতি মিনিটেই নতুন রোগী আসছে।