পাকিস্তান ফিরতে পারবেন না নওয়াজ!
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) অন্যতম নেতা ইতজাজ আহসান বলেছেন, পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)’র প্রধান নওয়াজ শরীফ দেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দেশের সিনিয়র সাংবাদিক আরশাদ শরীফ হত্যা মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী সুপারস্টার ক্রিকেটার ইমরান খানকে হত্যা চেষ্টার অভিযোগের মামলায় দেশে ফিরতে পরবেন না।
পাকিস্তান সংসদের দুবারের নেতা ইতজাজ আহসান বুধবার (১৮ জানুয়ারি) লাহোর হাইকোর্টের বাইরে আলাপকালে আরও জানিয়েছেন, লন্ডনের পুলিশ নওয়াজ শরীফের বিপক্ষে নিঃসন্দেহে এই সবগুলো অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করতে পারে। লন্ডন ও পাকিস্তান কোথাও পরিবেশ নওয়াজের পক্ষে নেই।
পাকিস্তানের সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী ও প্রখ্যাত ব্যবসায়ী নওয়াজ শরীফের বিপক্ষে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইতজাজ আহসান জানিয়েছেন যে, তার বিপক্ষে ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের বিপক্ষে পাল্টা কার্যক্রমগুলো গ্রহণের অভিযোগ রয়েছে।
তিনি জানিয়েছেন, এছাড়াও সম্প্রতি ইমরানের পিটিআইয়ের ৩৫ জন জাতীয় পরিষদ সদস্যের পদত্যাগ স্পিকার অনুমোদন করেছেন এবং তাতে রাজনৈতিক পরিবেশ আরো ঘোলাটে হয়ে যাবে বলে ভয় পেয়ে গিয়েছে তার বিপক্ষ দল পিএমএল-এ। নওয়াজ ও তার দল ইমরানের জনপ্রিয়তায় নিজেদের বিষয়ে বিভ্রান্ত ও ভীত বলে উল্লেখ করেছেন তিনি।
পিপিপির এ নেতা আরও জানিয়েছেন, তিনি কেন্দ্র ও প্রাদেশিক পরিষদের নির্বাচনগুলো দেখতে পারেননি এবং সরাসরি কাজও করতে পারেননি।
তিনি বলেছেন, ইমরানের আবার পথে আসার উপায়টি তৈরি হয়েছে তার সদস্যদের পদত্যাগ অনুমোদনের মাধ্যমে। তিনি এখন তাদের নিয়ে পথে বেরিয়ে আসতে পারেন যেহেতু তাদের জাতীয় পরিষদ ও দল হিসেবে রাজনৈতিক অঙ্গনে সামান্য সুযোগ রয়েছে।
দেশের সবচেয়ে জনবহুল শহর করাচির স্থানীয় নির্বাচনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন, পিপিপি তার নির্বাচনী সাফল্য লাভ করেছে ও অন্য দলগুলো ভালো অবস্থানে রয়েছে। সিন্ধু প্রদেশের ২ কোটি লোকের বসবাসের এই শহরে কেবল নওয়াজের মুসলিম লীগ নির্দিষ্টভাবে জয় লাভ করতে পারেনি। তারা প্রতিটি দিন তাদের ভোট ব্যাংকের ভোটগুলোও হারিয়েছেন।
ওএফএস/এএস