করোনা: ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৮৩ জন। পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২৮ দশমিক ৩৩ শতাংশ। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত মোট ৪৩ হাজার ৬ জনের নমুনা পরীক্ষা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এ সময় দেশে মোট ৪৩ হাজার ৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। আগের দিনের চেয়ে শনাক্তের হার কমেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মারা যাওয়া ৩৪ জনের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ১৫ জন। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ২২ জন। চট্টগ্রাম ৫, সিলেটে ১ জন এবং ময়মনসিংহে ২ জন। অন্য বিভাগগুলোতে কেউ মারা যাননি।
গত ডিসেম্বরের প্রথম দিকেও দেশে করোনা শনাক্ত ১ শতাংশের ঘরেই ছিল। তবে গত মাসের দ্বিতীয়ার্ধে এসে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। গত মাসের শেষ দিকে যেখানে দৈনিক রোগী শনাক্ত ৫০০-এর ঘরে ছিল, সেখানে ধারাবাহিকভাবে বেড়ে এ সংখ্যা ২ হাজার ছাড়িয়ে যায় ১০ জানুয়ারি। এর পর থেকে নতুন রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে এর সংক্রমণ বাড়ছে। আগের ধরনগুলোর তুলনায় অমিক্রন দ্রুত ছড়ায়।