করোনায় প্রাণ গেল আরও ৫১০ জনের
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৯৩ হাজার ৭৮৬ জন। এ ছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৪৫ হাজার ৪ জন।
শনিবার (৪ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
এ নিয়ে মহামারি শুরু থেকে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৭ লাখ ৫ হাজার ৫৪৪ জনে। আর মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৮ কোটি ৫ লাখ ২৯ হাজার ৩৯৩ জন। এ ছাড়া গত প্রায় তিন বছরে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৬৫ কোটি ৩৩ লাখ ৬০ হাজার ৩১ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ দিন কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ৯৩ জন এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৮১ জন।
অন্যদিকে, দৈনিক আক্রান্তের হিসেবে শীর্ষে অবস্থান করছে রাশিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫১৬ জন আক্রান্ত হয়েছেন। এ দিন দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৪০ জনের।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জাপানে মারা গেছেন ৬৭ জন ও আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫২২ জন, ব্রাজিলে ৪৬ জন মারা গেছেন ও নতুন আক্রান্ত ৯ হাজার ২৬২ জন, তাইওয়ানে মারা গেছেন ৬২ জন ও নতুন আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮১৩ জন।
বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৩ লাখ ৬৪ হাজার ৮১৪ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ৩ লাখ ২৪ হাজার ১৭৬ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৪০ হাজার ৬৪২ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর তা বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। পরে ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আরএ/