শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

শিশুর কন্ডাক্ট ডিসঅর্ডার (বিশৃঙ্খল আচরণ)

শিশুরা তাদের সমস্যাগুলো সাধারণত আচরণের মধ্য দিয়ে প্রকাশ করে থাকে। যা বাবা-মায়ের জন্য অনেক দুশ্চিন্তার কারণ হয়। দেখা যায়, অনেক সময় অভিভাবকরা তাদের সন্তানের আচরণ নিয়ে ভীষণ সমস্যায় পরে যান। যেমন— সন্তান তাদের কথা শুনছে না, মিথ্যা কথা বলছে, ঘর থেকে জিনিসপত্র চুরি করছে, স্কুল পালাচ্ছে, অভিভাবকের অনুমতি ছাড়া দীর্ঘ সময় বাইরে থাকছে।

ধীরে ধীরে সমস্যাগুলো আরও বাড়ছে। বড় হওয়ার মধ্য দিয়ে তাদের আচরণের ভিন্নতা দেখা যায়। যেমন— মারামারি করা, নিয়ম না মানা, বুলি করা, অন্যকে ভয় দেখানো। এ সব কারণে বাবা-মাকে নালিশ শুনতে হয়। দেখা যায়, এই সব সমস্যার জন্য বাচ্চার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায় না।

এ সব আচরণগুলো দেখলে বুঝতে হবে আপনার সন্তান হয়ত কন্ডাক্ট ডিসঅর্ডার জনিত সমস্যায় ভুগছে।
কন্ডাক্ট ডিসঅর্ডার এ আচরণের চারটি গ্রুপে সমস্যা দেখা যায়—

আগ্রাসী আচরণ: মারামারি করা, বুলি করা, অন্যকে ভয় দেখানো, অসদাচরণে অন্যকে বাধ্য করা।

ধ্বংসাত্মক আচরণ: জিনিসপত্র ভাঙচুর করা, আগুন লাগানো।

প্রতারনামূলক আচরণ: মিথ্যা বলা, চুরি করা, কর্তব্যবিমুখতা।

নিয়ম ভঙ্গ করা: স্কুল পালানো, অভিভাবকের অনুমতি ছাড়া দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকা।

উপরোক্ত আচরণগুলো কন্ডাক্ট ডিসঅর্ডারে বেশি দিন ধরে থাকলে শিশুর পারিবারিক, সামাজিক এবং তার পড়াশোনা ও সম্পর্কের অবনতি হয়ে থাকে।

কারো কারো আচরণ আরও সিরিয়াস হয়। যেমন— সিগারেট খাওয়া, মদ-গাঁজা বা অন্য নেশা করা, অল্প বয়সে সেক্সুয়াল বিহেভিয়ার এ জড়িয়ে পড়া।

এই সমস্যা বাচ্চার মধ্যে একদিনে তৈরি হয় না। ১০ থেকে ১২ বছরের স্কুলপড়ুয়া ছেলেদের মধ্যে এই সমস্যা বেশি দেখা দিতে পারে। মেয়েদের মধ্যে আর পরে ১৪-১৬ বছরে দেখা যায়। তুলনামূলকভাবে মেয়েদের চাইতে ছেলেদের মধ্যে কন্টাক্ট ডিসঅর্ডার বেশি দেখা যায়।

বিশেষ করে যে সব বাচ্চাদের সঙ্গে পরিবারের সদস্য বা সমবয়সীদের সম্পর্ক খারাপ থাকে, অথবা যারা আইনি জটিলতায় জড়িয়ে গেছে তাদের মধ্যে সুইসাইড করার প্রবণতাও দেখা যায়।

বিভিন্ন কারণে এই সমস্যা তৈরি হতে পারে—

১. শিশুর প্রতি বাবা মায়ের রুঢ আচরণ, বিশৃঙ্খল বাড়ির পরিবেশ, বিবাহ বিচ্ছেদ শিশুর ভেতর আগ্রাসী আচরণ তৈরি করতে পারে।
২. পরিবারের আর্থিক অস্বচ্ছলতা শিশুর আচরণের উপর প্রভাব পড়ে থাকে।

৩. শিশু যখন বিশৃঙ্খলা ও অবহেলায় বড় হয়, তখন শিশুর অনুভূতি নিয়ন্ত্রণ অস্বাভাবিক হয়। তারা সাধারণত রাগী হয়, পাশাপাশি হতাশা ও অবসাদে ভোগে।

৪. শিশুরা যখন খুব অল্প বয়স থেকে পরিবারের অথবা অন্য কোনো জায়গায় ভায়োলেন্ট ব্যবহার দেখে এবং শারীরিক ও সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হয়, তখন তাদের মধ্যে এই ধরনের আচরণ দেখা দিতে পার।

৫. ব্রেইনের frontal lobe এর কাজে বিঘ্ন ঘটলে শিশুরা নেতিবাচক অভিজ্ঞতা থেকে কিছু শেখা, পরিকল্পনা করা, নিজের নিরাপত্তা বজায় রাখতে পারে না।

৬. কঠিন মেজাজের (difficult temperament) শিশুরা কন্ডাক্ট ডিসঅর্ডারের জন্য হাই রিস্ক থাকে।

৭. literature review তে দেখা গেছে violent game এর সঙ্গে শিশুদের শারীরিক অস্থিরতা, আগ্রাসী মনোভাব এবং ব্যবহারের সম্পর্ক আছে।

শিশুদের কিছু মানসিক সমস্যার সঙ্গে কন্ডাক্ট ডিজঅর্ডার ডেভেলপ করার প্রবণতা থাকে। যেমন— মুড এবং অ্যাংজাইটি, পিটিএসডি, সাবস্টেন্স অ্যাবিউজ, এডিএসডি, লার্নিং ডিসঅর্ডার।

পরিবারে কোনো শিশু যদি এই সমস্যায় ভোগে। অভিভাকরা দেরি না করে অবশ্যই মানসিক চিকিৎসক/কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করবেন।

এই সমস্যা প্রতিরোধ করার জন্য অভিভাবকরা ‘পজেটিভ প্যারেন্টিং’ শিখবেন। তাহলে বাবা মায়ের সঙ্গে শিশুর ভালো সম্পর্ক তৈরি হবে এবং পরিবারে শিশুর জন্য নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ গড়ে উঠবে।

লেখক: অ্যাডাল্ট অ্যান্ড চাইল্ড সাইকিয়াট্রিস্ট, এভার কেয়ার হাসপাতাল

আরএ/

Header Ad
Header Ad

কাশ্মীর ইস্যুতে পাকিস্তান-ভারত পাল্টাপাল্টি উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প

ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

কাশ্মীরে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে এবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৫ এপ্রিল (শুক্রবার) এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কাশ্মীর পরিস্থিতি নিয়ে তার মতামত দেন।

ট্রাম্প বলেন, "আমি ভারতের খুব কাছের, আবার পাকিস্তানেরও খুব কাছের। কাশ্মীর নিয়ে তাদের লড়াই বহু পুরনো—হাজার বছরেরও বেশি সময় ধরে এই সংঘাত চলেছে।" তিনি দ্বিপাক্ষিক বিরোধের গভীরতা বোঝাতে একে ১৫০০ বছরের পুরনো বলেও উল্লেখ করেন।

২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনাকে ‘খুবই খারাপ’ বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। এই হামলার পরই ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। হামলার পেছনে পাকিস্তানের ইন্ধন রয়েছে বলে দাবি করে ভারত, এবং তার জবাবে পাকিস্তানও নেয় পাল্টা পদক্ষেপ।

ট্রাম্প আরও বলেন, "আমি নিশ্চিত, ভারত ও পাকিস্তান কোনো না কোনোভাবে এই বিরোধ মিটিয়ে ফেলবে। আমি উভয় দেশের নেতাদেরই চিনি।" তিনি দুই দেশকে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানান।

কাশ্মীর ইস্যুতে চলমান এই উত্তপ্ত পরিস্থিতিতে জাতিসংঘসহ বিশ্ব নেতারাও উভয় পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে চলেছেন।

Header Ad
Header Ad

রাঙামাটিতে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৫

প্রতীকী ছবি

রাঙামাটির কাউখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাবারবাগান এলাকায় একটি পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী উপজেলার বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এফ আই ইসহাক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার কার্যক্রম চলছে। দুর্ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি।

বিস্তারিত আসছে...

Header Ad
Header Ad

রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে রিয়াল, ফাইনাল ম্যাচ বয়কটের হুমকি

ছবি: সংগৃহীত

কোপা দেল রে ফাইনালের আগে মাঠের লড়াইয়ের আগেই উত্তপ্ত হয়ে উঠেছে স্প্যানিশ ফুটবল অঙ্গন। হাইভোল্টেজ এই ম্যাচের রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে ম্যাচ-পূর্ব সকল আনুষ্ঠানিকতা বর্জনের ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির ভাষ্য, রেফারিদের সাম্প্রতিক বক্তব্যে "স্পষ্ট বিদ্বেষ ও অসম্মান" ফুটে উঠেছে, যা তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।

শুক্রবার এক বিবৃতিতে রিয়াল জানায়, তারা ফাইনালের আগে প্রচলিত সকল প্রটোকল—ম্যাচ-পূর্ব প্রেস কনফারেন্স, মিডিয়ায় উন্মুক্ত অনুশীলন, প্রেসিডেন্টদের ডিনার এবং ঐতিহ্যবাহী ফটোসেশন—বর্জন করবে।

উত্তেজনার সূত্রপাত ক্লাবটির নিজস্ব চ্যানেল রিয়াল মাদ্রিদ টিভি-তে সম্প্রচারিত এক ভিডিও ঘিরে। সেখানে ফাইনালের রেফারি রিকার্দো দে বুরগোস বেংগোয়েচিয়ার প্রতি তীব্র সমালোচনা করা হয়। পরে এক সাংবাদিক সম্মেলনে আবেগপ্রবণ রেফারি জানান, এসব সমালোচনার প্রভাব তার ব্যক্তিগত জীবনেও পড়েছে। “যখন আপনার সন্তান স্কুলে গিয়ে শুনে—তার বাবা একজন চোর—তখন সেটা সত্যিই ভয়াবহ অভিজ্ঞতা,” বলেন তিনি, চোখের পানি মুছতে মুছতে।

তবে বিতর্ক এখানেই শেষ হয়নি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পাবলো গনসালেস ফুয়ের্তেসের এক মন্তব্যে আরও জ্বালানি পড়ে আগুনে। তিনি বলেন, “রেফারিরা এক হচ্ছেন এবং রিয়াল মাদ্রিদ টিভির চাপ মোকাবেলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।” এই বক্তব্যকেও হুমকি হিসেবে দেখছে রিয়াল।

স্প্যানিশ মিডিয়ায় জল্পনা ছিল—রিয়াল হয়তো ফাইনালেই অংশ নেবে না। তবে ক্লাবের পক্ষ থেকে পরে দ্বিতীয় বিবৃতিতে জানানো হয়, ম্যাচ বর্জনের কোনো পরিকল্পনা নেই। “রিয়াল মাদ্রিদ কখনও ফাইনালে না খেলার কথা বিবেচনা করেনি,” জানানো হয় স্পষ্ট ভাষায়।

এদিকে, লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস ক্লাবটির এই অবস্থানকে 'ক্ষমতার খেলা' বলে আখ্যায়িত করেছেন। রেফারিরাও ইঙ্গিত দিয়েছেন, রিয়াল মাদ্রিদ টিভির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

উল্লেখ্য, এ ধরনের বর্জন রিয়ালের জন্য নতুন নয়। গত অক্টোবরে ব্যালন ডি’অর অনুষ্ঠানে ভিনিসিয়ুস জুনিয়রকে যথাযথ সম্মান না জানানোর প্রতিবাদে পুরস্কার বিতরণ অনুষ্ঠান বর্জন করেছিল ক্লাবটি। তাদের ভাষায়, “যেখানে সম্মান নেই, সেখানে রিয়াল মাদ্রিদ যায় না।”

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

কাশ্মীর ইস্যুতে পাকিস্তান-ভারত পাল্টাপাল্টি উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প
রাঙামাটিতে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৫
রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে রিয়াল, ফাইনাল ম্যাচ বয়কটের হুমকি
আইন উপদেষ্টাকে জড়িয়ে ভারতের গণমাধ্যমে মিথ্যা প্রতিবেদন, মন্ত্রণালয়ের বিবৃতি
নিজ দেশেই বিমান হামলা চালালো ভারত, ‘অসাবধানতা’ বলছে বিমান বাহিনী
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ৮৪ ফিলিস্তিনি
আইনি নোটিশ প্রসঙ্গে যা বললেন ডা. তাসনিম জারা
ভারত-পাকিস্তান বিরোধে উত্তেজনা, শান্তির বার্তা নিয়ে এগিয়ে এলো ইরান
তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি
মেধাসম্পদের সর্বোত্তম ব্যবহারে সবাইকে উদ্যোগী হতে হবে: প্রধান উপদেষ্টা
বেনাপোলে ৬ নারী ছিনতাইকারী গ্রেফতার
‘সংস্কার না নির্বাচন’ এই খেলা বাদ দিয়ে বিচার করুন: সারজিস আলম
যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই মস্কোয় গাড়িবোমা হামলায় রুশ জেনারেল নিহত
পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানাতে রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নওগাঁয় পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারণার অভিযোগে গ্রেফতার ১
শিগগিরই স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার: প্রেস সচিব