শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

শিশু আচরণগত পরিবর্তন ঘটাতে কী করবেন

ইতিপূর্বে আলোচনা করা হয়েছে বাচ্চাদের সমস্যা সংক্রান্ত আচরণবিধি কিভাবে প্যারেন্টসরা পরিবর্তন করতে পারেন। আজকের আলোচনার বিষয়বস্তুতে মৃদু শাস্তির প্রক্রিয়াগুলো বিশ্লেষণ করা হলো।

খারাপ ব্যবহার শোধরানোর জন্য মৃদু শাস্তি হিসেবে যেসব পদ্ধতি ব্যবহার করা হয়-

১. টাইম আউট-টাইম আউট বলতে বোঝায় স্বল্প সময়ের জন্য শিশুকে তার পরিচিত environment থেকে দূরে সরিয়ে ঢাকা । টাইম আউট পদ্ধতির লক্ষ্য হলো শিশুর খারাপ আচরণ বিভিন্ন পদ্ধতির মধ্য দিয়ে অপসারণ করতে সাহায্য করা। সবচেয়ে কার্যকরি হাল্কা শাস্তি হল Time out. ২ থেকে ১২ বৎসর বয়সের শিশুদের জন্য এই পদ্ধতি প্রযোজ্য।

২. তিরস্কার করা এবং অনুমোদন না করা। বাচ্চারা যখন কোন অন্যায় করে থাকে তখন তাকে তা বুঝিয়ে বলা এবং অন্যায় কে প্রশ্রয় না দেয়া।

৩. খারাপ ব্যবহারের স্বাভাবিক (natural) পরিনতি। বাচ্চাদের খারাপ আচরণ কি কিভাবে স্বাভাবিক ভাবে আমরা বুঝিয়ে বলতে পারি তার একটি উদাহরণ দেয়া হলো। যেমন- একটি বিড়ালকে বেশি চাপাচাপি করলে আঁচড় খেতে হবে, তেমনি কোনো অন্যায় করলে তার জন্য শাস্তি পেতে হবে।

৪. খারাপ ব্যবহারের যৌক্তিক (logical) পরিনতি-এই পদ্ধতির মধ্য দিয়ে যুক্তিগত ব্যাখ্যার মাধ্যমে বাচ্চাকে বুঝিয়ে বলা হয়। যেমন–শাকসবজি না খেলে মিষ্টি খেতে পাবে না।

৫. নিয়ম ভঙ্গের জন্য প্রদত্ত শাস্তি ( Behavior penalty): বাচ্চারা যখন কোন নিয়মের মধ্যে না থাকে, প্যারেন্টস হয় তখন তাদেরকে মৃদু শাস্তির ব্যবস্থা করতে পারেন। যেমন–মা বাবার সাথে মিথ্যা কথা বললে, একদিন টিভি দেখা বন্ধ।

শিশুকে শাস্তি দিতে হবে সুচিন্তিত ( rationally) এবং নন অ্যাগ্রেসিভ ভাবে।

টাইম আউট যেহেতু খুব কার্যকরী পদ্ধতি,তাই এটা নিয়ে কিছু আলোচনা করব।
কোন খারাপ ব্যবহার করলে শিশুকে কোন রকম আনন্দ পাওয়া থেকে সরিয়ে রাখা হলো টাইম আউট ।

টাইম আউটের জন্য উপযুক্ত জায়গা


-একটি নিরানন্দময় জায়গা বেছে নিন

-পরিবারের কোন সদস্য কাছে থাকবে না ( খুব ছোট শিশুর নিরাপত্তার জন্য দৃষ্টির মধ্যে রাখবেন)।

- খেলনা, টিভি, বই, পোষা প্রাণী বা সৌখিন কোন কিছু শিশুর কাছে থাকবে না।

-স্থানটি হবে নিরাপদ,আলোকিত এবং ভীতিকর হবে না।

-শিশুকে ১০ সেকেন্ডের মধ্যে ঐ জায়গায় নেয়া যাবে।

২ থেকে ৪ বৎসরের শিশুদের জন্য পিঠ সোজা বড় চেয়ার ভালো টাইম আউটের জায়গা।

চেয়ারটি আপনার কাছাকাছি রাখবেন যাতে আপনার দৃষ্টির মধ্যে থাকে, কিন্তু শিশুর চোখের দিকে তাকাবেন না। শিশুর চেয়ার থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকলে চেয়ারটি নরম কার্পেটের উপর রাখতে পারেন। শিশু চেয়ারে বসে থাকবে, দাঁড়াবে না বা লাফাবে না। শিশু চেঁচামেচি, কান্নাকাটি করলেও তার সাথে কোন কথা বলবেন না।

এদের জন্য মেঝের একটি কোনাও ব্যবহার করা যেতে পারে।

৫ থেকে ১২ বৎসরের শিশুর জন্য টাইম আউটের জায়গা-

বাথরুম, লন্ড্রিরুম, আপনার শোওয়ার ঘর, হল ওয়ে বা উটিলিটি রুম টাইম আউটের জন্য ভাল জায়গা হতে পারে। কখনই শিশুর শোবার ঘর ব্যবহার করবেন না।

অনাকাঙ্খিত ব্যবহার করলে-

১. শিশুকে ১০ সেকেন্ডের মধ্যে টাইম আউট নির্দিষ্ট স্থানে নিয়ে যান। ১০ টার বেশি কথা বলবেন না।

২. টাইমার শিশু শুনতে পায় এমন জায়গায় রাখুন, প্রতি বৎসরের জন্য ১ মিনিট হিসাব করুন।

৩. টাইমার বাজার জন্য অপেক্ষা করুন এবং শিশুকে কোন মনযোগ দিবেন না।

৪. টাইমার বাজার পর শিশুকে টাইম আউটের কারন জিজ্ঞাসা করুন। যতক্ষণ পর্যন্ত বাচ্চার কাছ থেকে পাওয়া উত্তরে আপনি সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত টাইম আউট প্রক্রিয়াটি চালাতে থাকবেন। বাচ্চা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে টাইম আউট এর কোন নিয়ম নীতি ভঙ্গ করে থাকে তাহলে পুনরায় শুরু থেকে আবার টাইম আউট প্রক্রিয়াটি আরম্ভ করতে হবে।

একটি শিশুর আচরণ গড়ে ওঠে তার সামাজিক, অর্থনৈতিক ও পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে। যা শিশুর নিজস্ব মেজাজ এবং আচরণ তৈরিতে বিশেষ ভূমিকা রাখে। বিহেভিয়ার অ্যাপ্রোচে দেখা যায় যে, শিশুদের ভালো এবং খারাপ ব্যবহার পরিবর্তন করা যায় বিহেভিয়ার মেথড ব্যবহার কর। (US and other countries) দেখা গিয়েছে, বিভিন্ন বিহেভিয়ার মেথড ব্যবহার করে শিশুদের অনাকাঙ্ক্ষিত ব্যবহার ৫০℅ থেকে ৯০% কমানো সম্ভব হয়েছে।

তাই বাবা-মায়েদের উদ্দেশ্যে বলা যায়,বাচ্চাদের মেজাজের ভিন্নতা দেখে দুশ্চিন্তাগ্রস্থ না হয়ে বাচ্চাদের সাহায্য করা। প্রয়োজনে বিশেষজ্ঞদের সাহায্য নেয়া যেতে পারে।



লেখক: এডাল্ট অ্যান্ড চাইল্ড সাইক্রিয়াট্রিস্ট, এভার কেয়ার হাসপাতাল

Header Ad
Header Ad

কাশ্মীর ইস্যুতে পাকিস্তান-ভারত পাল্টাপাল্টি উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প

ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

কাশ্মীরে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে এবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৫ এপ্রিল (শুক্রবার) এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কাশ্মীর পরিস্থিতি নিয়ে তার মতামত দেন।

ট্রাম্প বলেন, "আমি ভারতের খুব কাছের, আবার পাকিস্তানেরও খুব কাছের। কাশ্মীর নিয়ে তাদের লড়াই বহু পুরনো—হাজার বছরেরও বেশি সময় ধরে এই সংঘাত চলেছে।" তিনি দ্বিপাক্ষিক বিরোধের গভীরতা বোঝাতে একে ১৫০০ বছরের পুরনো বলেও উল্লেখ করেন।

২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনাকে ‘খুবই খারাপ’ বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। এই হামলার পরই ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। হামলার পেছনে পাকিস্তানের ইন্ধন রয়েছে বলে দাবি করে ভারত, এবং তার জবাবে পাকিস্তানও নেয় পাল্টা পদক্ষেপ।

ট্রাম্প আরও বলেন, "আমি নিশ্চিত, ভারত ও পাকিস্তান কোনো না কোনোভাবে এই বিরোধ মিটিয়ে ফেলবে। আমি উভয় দেশের নেতাদেরই চিনি।" তিনি দুই দেশকে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানান।

কাশ্মীর ইস্যুতে চলমান এই উত্তপ্ত পরিস্থিতিতে জাতিসংঘসহ বিশ্ব নেতারাও উভয় পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে চলেছেন।

Header Ad
Header Ad

রাঙামাটিতে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৫

প্রতীকী ছবি

রাঙামাটির কাউখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাবারবাগান এলাকায় একটি পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী উপজেলার বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এফ আই ইসহাক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার কার্যক্রম চলছে। দুর্ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি।

বিস্তারিত আসছে...

Header Ad
Header Ad

রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে রিয়াল, ফাইনাল ম্যাচ বয়কটের হুমকি

ছবি: সংগৃহীত

কোপা দেল রে ফাইনালের আগে মাঠের লড়াইয়ের আগেই উত্তপ্ত হয়ে উঠেছে স্প্যানিশ ফুটবল অঙ্গন। হাইভোল্টেজ এই ম্যাচের রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে ম্যাচ-পূর্ব সকল আনুষ্ঠানিকতা বর্জনের ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির ভাষ্য, রেফারিদের সাম্প্রতিক বক্তব্যে "স্পষ্ট বিদ্বেষ ও অসম্মান" ফুটে উঠেছে, যা তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।

শুক্রবার এক বিবৃতিতে রিয়াল জানায়, তারা ফাইনালের আগে প্রচলিত সকল প্রটোকল—ম্যাচ-পূর্ব প্রেস কনফারেন্স, মিডিয়ায় উন্মুক্ত অনুশীলন, প্রেসিডেন্টদের ডিনার এবং ঐতিহ্যবাহী ফটোসেশন—বর্জন করবে।

উত্তেজনার সূত্রপাত ক্লাবটির নিজস্ব চ্যানেল রিয়াল মাদ্রিদ টিভি-তে সম্প্রচারিত এক ভিডিও ঘিরে। সেখানে ফাইনালের রেফারি রিকার্দো দে বুরগোস বেংগোয়েচিয়ার প্রতি তীব্র সমালোচনা করা হয়। পরে এক সাংবাদিক সম্মেলনে আবেগপ্রবণ রেফারি জানান, এসব সমালোচনার প্রভাব তার ব্যক্তিগত জীবনেও পড়েছে। “যখন আপনার সন্তান স্কুলে গিয়ে শুনে—তার বাবা একজন চোর—তখন সেটা সত্যিই ভয়াবহ অভিজ্ঞতা,” বলেন তিনি, চোখের পানি মুছতে মুছতে।

তবে বিতর্ক এখানেই শেষ হয়নি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পাবলো গনসালেস ফুয়ের্তেসের এক মন্তব্যে আরও জ্বালানি পড়ে আগুনে। তিনি বলেন, “রেফারিরা এক হচ্ছেন এবং রিয়াল মাদ্রিদ টিভির চাপ মোকাবেলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।” এই বক্তব্যকেও হুমকি হিসেবে দেখছে রিয়াল।

স্প্যানিশ মিডিয়ায় জল্পনা ছিল—রিয়াল হয়তো ফাইনালেই অংশ নেবে না। তবে ক্লাবের পক্ষ থেকে পরে দ্বিতীয় বিবৃতিতে জানানো হয়, ম্যাচ বর্জনের কোনো পরিকল্পনা নেই। “রিয়াল মাদ্রিদ কখনও ফাইনালে না খেলার কথা বিবেচনা করেনি,” জানানো হয় স্পষ্ট ভাষায়।

এদিকে, লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস ক্লাবটির এই অবস্থানকে 'ক্ষমতার খেলা' বলে আখ্যায়িত করেছেন। রেফারিরাও ইঙ্গিত দিয়েছেন, রিয়াল মাদ্রিদ টিভির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

উল্লেখ্য, এ ধরনের বর্জন রিয়ালের জন্য নতুন নয়। গত অক্টোবরে ব্যালন ডি’অর অনুষ্ঠানে ভিনিসিয়ুস জুনিয়রকে যথাযথ সম্মান না জানানোর প্রতিবাদে পুরস্কার বিতরণ অনুষ্ঠান বর্জন করেছিল ক্লাবটি। তাদের ভাষায়, “যেখানে সম্মান নেই, সেখানে রিয়াল মাদ্রিদ যায় না।”

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

কাশ্মীর ইস্যুতে পাকিস্তান-ভারত পাল্টাপাল্টি উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প
রাঙামাটিতে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৫
রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে রিয়াল, ফাইনাল ম্যাচ বয়কটের হুমকি
আইন উপদেষ্টাকে জড়িয়ে ভারতের গণমাধ্যমে মিথ্যা প্রতিবেদন, মন্ত্রণালয়ের বিবৃতি
নিজ দেশেই বিমান হামলা চালালো ভারত, ‘অসাবধানতা’ বলছে বিমান বাহিনী
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ৮৪ ফিলিস্তিনি
আইনি নোটিশ প্রসঙ্গে যা বললেন ডা. তাসনিম জারা
ভারত-পাকিস্তান বিরোধে উত্তেজনা, শান্তির বার্তা নিয়ে এগিয়ে এলো ইরান
তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি
মেধাসম্পদের সর্বোত্তম ব্যবহারে সবাইকে উদ্যোগী হতে হবে: প্রধান উপদেষ্টা
বেনাপোলে ৬ নারী ছিনতাইকারী গ্রেফতার
‘সংস্কার না নির্বাচন’ এই খেলা বাদ দিয়ে বিচার করুন: সারজিস আলম
যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই মস্কোয় গাড়িবোমা হামলায় রুশ জেনারেল নিহত
পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানাতে রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নওগাঁয় পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারণার অভিযোগে গ্রেফতার ১
শিগগিরই স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার: প্রেস সচিব