ঢাকাপ্রকাশ-কে শুভেচ্ছা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ

ঢাকাপ্রকাশ-কে শুভেচ্ছা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ।

ঢাকাপ্রকাশ-কে শুভেচ্ছা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ।
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজা শহরের শেজাইয়া পাড়ায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) চালানো এই হামলায় আরও অন্তত ৮৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নিহতদের মধ্যে আটজন নারী এবং আটজন শিশু রয়েছেন। হামলার পর ঘটনাস্থলে ধ্বংসস্তূপের নিচে এখনো ৩৪ জন নিখোঁজ রয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ মার্চ থেকে ইসরায়েল গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করে। এর পর থেকে এ পর্যন্ত প্রায় ১,৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বেসামরিক নাগরিকদের ওপর চলমান এই হামলা আন্তর্জাতিকভাবে নিন্দার মুখে পড়লেও ইসরায়েলের অভিযান অব্যাহত রয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এই পরিস্থিতিকে মানবিক বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছে এবং যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নতুন ‘পাল্টা শুল্ক’ কার্যকর হওয়ার পর বিশ্বনেতারা এখন তার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ভাষ্য, শুল্ক আরোপের পর বিশ্বনেতারা তাকে “স্যার, স্যার” বলে সম্বোধন করছেন এবং “আমার পশ্চাদ্দেশে চুমু খাচ্ছেন।” তাদের উদ্দেশ্য—যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করা এবং শুল্ক কমানো।
স্থানীয় সময় মঙ্গলবার (৯ এপ্রিল) রিপাবলিকান পার্টির নেতাদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন ট্রাম্প। তার দাবি, “এসব দেশের নেতারা ফোন করে নিজেদের অনুনয়ের ভঙ্গিতে চুক্তির আহ্বান জানাচ্ছেন।”
হোয়াইট হাউসের বরাতে জানা গেছে, ইতোমধ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছে নতুন শুল্ক কমানোর লক্ষ্যে। দেশটির প্রতিনিধিদল ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন এবং আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করবেন ইতালির প্রধানমন্ত্রীও।
৯ এপ্রিল থেকে কার্যকর হওয়া পাল্টা শুল্ক নিয়ে আলোচনা করে তা হ্রাস করার সুযোগ রয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে শর্ত হিসেবে সংশ্লিষ্ট দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসতে হবে। এ অবস্থায় শুল্ক কতটা কমানো হবে তা নির্ভর করবে আলাপ-আলোচনার অগ্রগতির ওপর।
তথ্যসূত্র: সিএনএন
ছবি: সংগৃহীত
রাজধানীর কামরাঙ্গীরচরের সিলেটি বাজার এলাকায় গণপিটুনিতে দুইজন চাঁদাবাজ নিহত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মাসুদ (৩০) ও নাদিম (৩৫)। এসময় সোহাগ (২৮) নামের আরও একজনকে আহত অবস্থায় আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, নিহতরা একটি সংঘবদ্ধ চাঁদাবাজ ও ছিনতাইকারী দলের সদস্য। ওই রাতে তারা নুর মোহাম্মদ নামের এক চা দোকানিকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা তাদের ধাওয়া দিয়ে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পর নাদিমকেও মৃত ঘোষণা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, মাসুদের নেতৃত্বে ওই চক্র দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি করে আসছিল। গত ৮ মার্চ তারা নুর মোহাম্মদের কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় তখনও তাকে ছুরিকাঘাত করা হয় এবং তার স্ত্রীকে মারধর করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার প্রতিশোধ নিতে বুধবার রাতে আবার হামলা চালায় তারা।
আশঙ্কাজনক অবস্থায় নুর মোহাম্মদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কামরাঙ্গীরচর থানার ওসি আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহতরা এলাকায় কুখ্যাত চাঁদাবাজ ও ছিনতাইকারী হিসেবে পরিচিত ছিল। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”