সোমবার, ৭ এপ্রিল ২০২৫ | ২৪ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

তাসমিন আফরোজ রেখে গেলেন ফাগুন বনের কবিতা

 

‘ভেঙে গেল রেশমি চুড়ি, বেলফুলের পাপড়ি, চন্দ্রোদয় মেশানো প্রাণ-
তবুও এই আমি বিবর্তনে পৃথিবীর উঠোনে তুলে রাখি জ্যোস্নাময় ঘরবাড়ি, ফাগুন বন,
তোমাদের জন্য নিরব ভূমিকায় ভালোবাসার ক্ষণ...’
জীবনের অনেক কাজ অসমাপ্ত রেখে বিদায় নিয়েছেন কবি তাসমিন আফরোজ। রেখে গেলেন- জোছনাময় ঘরবাড়ি, ফাগুন বনের আবহে লেখা কবিতা।

রংপুরের যে কয়েকজন কবি-লেখক রয়েছেন তালিকায়, তাদের একজন ছিলেন কবি তাসমিন আফরোজ। তার কবিতায় যেমন ফুটে ওঠে জীবনের পরাবাস্তবতা, যাপনচিত্র, উত্থান-পতন, তেমনি ফুটে ওঠে প্রকৃতির গান, দেশপ্রেম। মানুষ হিসেবে তিনি যেমন কোনোরকম ভনিতা বা বেশ ধরা পছন্দ করতেন না, কবি হিসেবেও করতেন না।

তাসমিন আফরোজের ডাক নাম নিশিদা। তার মেয়েবেলা ছিল কবি ও কবিতায় বসবাস। তিনি বেড়ে উঠেছেন পারিবারিক সাংস্কৃতিক পরিমণ্ডলে। কবিতা রচনা, আবৃত্তি আর উপস্থাপনার মধ্য দিয়ে আশির দশকে মঞ্চ ও বেতারে সদা বিচরণ তাকে পরিচিতি দিয়েছে, প্রশংসিত করেছে। এসব প্রতিভার কারণে শিক্ষা জীবনেই অসংখ্য পুরস্কার পেয়েছিলেন। একসময় ছাত্র জীবনে নৃত্যশিল্পী ছিলেন, পেয়েছিলেন জাতীয় পুরস্কারও। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতেন। বাংলাদেশ বেতারের আবৃত্তিশিল্পী ছিলেন। লিখেছেন ছোটোগল্প ও কবিতা। ৯৭ সালে ‘চলতিপত্র’ পত্রিকায় তার লেখা ছোটগল্প শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছিল। এ ছাড়া রাঁধুনি আয়োজিত রান্নার প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন ২০০৭ সালে।

রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশুনা করলেও মানুষের মনোজগৎ নিয়ে লেখালেখি করতে আনন্দ বোধ করতেন তাসমিন আফরোজ। দীর্ঘ ৩৩ বছর দেশের নানা প্রান্তে বসবাসের সুবাদে অর্জন করেছেন রূপ ও অরূপের বিস্তীর্ণ অভিজ্ঞতা।

মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করছিলেন ফিরে দেখা সংগঠনের সহসভাপতি হিসেবে। এ ছাড়াও বিভিন্নভাবে যুক্ত ছিলেন, স্বর্ণ নারী অ্যাসোসিয়েশন, বেগর রোকেয়া নারী সংগঠন, বিভাগীয় লেখক পরিষদসহ আরও সংগঠনের সঙ্গে।

তার পিতা ছিলেন আজিম উদ্দিন আহামেদ ও মাতা দৌলতুন্নেসা খাতুন। ১৯৭৭ সালের দিকে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রয়াত ছড়াকার উপাধ্যাক্ষ রকিবুল হাসান বুলবুলের সঙ্গে। পড়াশুনা করেছেন আদর্শ গার্লস হাই স্কুল রংপুর থেকে (এসএসসি), কারমাইকেল কলেজ থেকে (এইচএসসি) ও (অনার্স)।

তিনি ১৭ ফেব্রুয়ারি ১৯৬৩ রংপুর মহানগরে জন্মগ্রহণ করেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। পরে সেপটিক শকে আক্রান্ত হন। গত ২৭ জুন ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

এসএন

Header Ad
Header Ad

নওগাঁয় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

নওগাঁয় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। ছবি: ঢাকাপ্রকাশ

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে ফুঁসে উঠেছে নওগাঁর সর্বস্তরের মানুষ ও সমাবেশ করেছে বিভিন্ন দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন। সোমবার (৭ এপ্রিল) সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলসহ অন্তত ১০টি সংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

এসময় সমাবেশগুলো থেকে ইসরাইলি পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা শহিদ ফাহমিন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কলেজ চত্বর প্রদক্ষিণ করে কলেজের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।

পরে শিক্ষার্থীরা সেখানে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করে। এসময় শিক্ষার্থীরা ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’ ‘নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে’ ‘স্টপ জেনোসাইড’সহ নানা স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরাও অংশগ্রহণ করেন।

নওগাঁয় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: ঢাকাপ্রকাশ

এদিকে বেলা ১২টার দিকে নওগাঁ মেডিকেল কলেজের সামনে ক্লাস পরীক্ষা বর্জন করে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

এছাড়াও যোহরের নামাজ শেষে শহরের মডেল মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামায়াতে ইসলামী। পরে শহরের মুক্তির মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমির খ.ম আব্দুর রাকিব, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাড: আ.স.ম সায়েম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দীন, নওগাঁ সদর উপজেলা আমির মাও. মোনায়েম হোসাইন, পৌরসভা আমির মাও. শফিকুল ইসলাম, রানীনগর উপজেলা আমির ডা. আনজির হোসেন, পৌর জামায়াতের নায়েবে আমির হাফেজ মাও. হাবিবুর রহমান প্রমুখ।

Header Ad
Header Ad

লাঠিপেটা না করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ, রাষ্ট্রপতি পদক পাচ্ছেন সেই পুলিশ কনস্টেবল

পুলিশ কনস্টেবল রিয়াদ হোসেন। ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের আঘাত না করেই ছাত্রভঙ্গ করে আলোচনায় আসা পুলিশ কনস্টেবল রিয়াদ হোসেনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন। আন্দোলন দমনে বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশল প্রয়োগ করায় রিয়াদকে এই পদক দেওয়া হচ্ছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব তৌফিক আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতির আদেশে গত ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌফিক আহমেদ এতে সই করেন। যা সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘২০২৫ সালে নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্য রিয়াদ হোসেনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ প্রদান করা হলো। প্রজ্ঞাপনে তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।’

অতীতে বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম এবং রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম পদক পুলিশ সপ্তাহে পুলিশ সদস্যদের পরিয়ে দেওয়া হতো। রিয়াদের সময়ে এবার তা ভিন্নভাবে দেওয়া হলো।

লাঠিপেটা না করে বরং লাঠিপেটার অভিনয় করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে দেখা যায় একজন পুলিশ সদস্যকে। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসেন রিয়াদ হোসেন।

বর্তমানে রিয়াদ হোসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি সচিবালয়ের সামনে আন্দোলনকারীরা রাস্তা দখল করে রেখেছিলেন। এতে সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া উত্তেজনা মুহূর্তে রূপ নিতে পারে সংঘর্ষে। কিন্তু পুলিশ সদস্য রিয়াদ বন্দুক তোলেননি, ব্যাটনও চালাননি কারও গায়ে। তার হাতে লাঠি ছিল, কিন্তু সেই লাঠির আঘাত করেছেন শূন্যে-রাস্তার ওপর, বৈদ্যুতিক খুঁটিতে। যেন জানিয়ে দিচ্ছিলেন-আপনারা চলে যান, আমার দায়িত্ব আছে, কিন্তু আপনাদের প্রতি সম্মানও আছে।

এই সম্মান আর মানবিক কৌশলের এক ঝলক দৃশ্য হয়ে ধরা দেয় সেই ঘটনার ভিডিওতে, যা অল্প সময়েই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শত শত মানুষ ভিডিওটি শেয়ার করে বলেন-এই রকম পুলিশই তো দরকার আমাদের সমাজে! সাধারণ মানুষ, সাংবাদিক, বিশ্লেষক-সবাই অভিভূত হয়ে পড়েন এক পুলিশ সদস্যের এমন সংযমী, সংবেদনশীল আচরণে।

এমন অভিনব কৌশল আর দায়িত্বশীলতার স্বীকৃতি এসেছে কিছুটা দেরিতে হলেও, এসেছে সগৌরবে। রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন রিয়াদ হোসেন।

Header Ad
Header Ad

ইন্ডিয়ান আইডলের শিরোপা জিতলেন কলকাতার মানসী ঘোষ

মানসী ঘোষ। ছবি: সংগৃহীত

ভারতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল-এর ১৫তম সিজনে শিরোপা জিতেছেন পশ্চিমবঙ্গের মানসী ঘোষ। এই প্রথম কোনো বাঙালির হাতে উঠল ইন্ডিয়ান আইডলের শিরোপা। ফাইনালে দ্বিতীয় স্থান অধিকার করেছেন পশ্চিমবঙ্গের আরেক প্রতিযোগী শুভজিৎ চক্রবর্তী এবং তৃতীয় হয়েছেন স্নেহা শঙ্কর।

গত রোববার রাতেই প্রচারিত হয় ইন্ডিয়ান আইডলের এবারের সিজনের গ্র্যান্ড ফিনালে, যেখানে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় মানসী ঘোষকে। ট্রফি, ২৫ লাখ রুপি এবং একটি নতুন গাড়ি ছাড়াও তাকে বিভিন্ন প্লেব্যাক অফারও মিলেছে। বিশেষ করে, বিচারক বাদশা ঘোষণা করেছেন যে, তিনি মানসী ঘোষের সঙ্গে একটি গান গাইবেন, যা ইতিমধ্যেই রেকর্ড করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ ছাড়া, শানের সঙ্গে একটি গানও রেকর্ড করেছেন তিনি।

বিজয়ী হওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে মানসী বলেন, ‘আমার পরিবার সবাই ফাইনালে এসেছিল, তারা আনন্দে চোখে পানি এনে কাঁদছিল। কিন্তু আমার জন্য কিছুটা সময় লেগেছিল, কী বলব, কী অনুভব করব সেটা বুঝতে। তবে আমরা সবাই খুব খুশি, আমার জীবন একেবারে বদলে গেছে।’

মানসী ঘোষ, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার নিমতা পাইকপাড়া এলাকার বাসিন্দা। মাত্র চার বছর বয়সে মা-বাবার অনুপ্রেরণায় গান শেখা শুরু করেন তিনি। ১৩ বছর বয়সে প্রথম স্টেজ শোতে অংশ নেন এবং ১৫-১৬ বছর বয়স থেকে স্টেজ শো করে নিজের রোজগার শুরু করেন। জীবনের প্রতি দায়িত্বশীলতা নিয়ে মানসী পড়াশোনা এবং গান একসাথে চালিয়ে গেছেন।

মানসী ঘোষ। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান আইডলের আগে ২০২১ সালে সংগীত রিয়েলিটি শো ‘সুপার সিঙ্গারে’ অংশ নেন তিনি এবং সেখানে দ্বিতীয় স্থান অধিকার করেন। এই শো থেকেই তার প্রতি দর্শক ও বিচারকদের নজর পড়ে, যা তাকে পরবর্তীতে ইন্ডিয়ান আইডলের আসরে অংশ নিতে অনুপ্রাণিত করে। তাঁর ধারাবাহিক ভালো পারফরম্যান্সের ফলে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত শিরোপা জয় করে তিনি পৌঁছেছেন শীর্ষে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নওগাঁয় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
লাঠিপেটা না করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ, রাষ্ট্রপতি পদক পাচ্ছেন সেই পুলিশ কনস্টেবল
ইন্ডিয়ান আইডলের শিরোপা জিতলেন কলকাতার মানসী ঘোষ
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী
নতুন শুল্ক প্রস্তাব স্থগিত করতে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি
ঢাকায় মার্কিন নাগরিকদের জন্য চলাচলে সতর্কতা জারি
ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার নিন্দা জানালো কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা–১ জয় করলেন বাবর আলী
বৈশাখে যারা ইলিশ কিনে খাবেন তারা আইনের লঙ্ঘন করবেন: উপদেষ্টা ফরিদা
ঢাকা-রংপুর ৪ লেন প্রকল্পে পলাশবাড়ীতে এক জমি দুইবার বিক্রি, গাইবান্ধা ডিসি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে ১৫ কোটি টাকার অধিক লুটপাটের চেষ্টা
ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে বিদ্যুৎ বিভাগের 'মুসলিম কর্মী' বরখাস্ত
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বেনাপোল ও শার্শায় বিক্ষোভ মিছিল
গাজার কর্মসূচি নিয়ে হুমকি, চাকরি হারালেন ড্যাফোডিলের সেই শিক্ষিকা
নওগাঁয় নিজ বাড়ি থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার
ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ
জুলাই হত্যাকাণ্ডের বিচার আইসিসিতে পাঠানোর কথা ভাবছে সরকার: প্রেস সচিব
ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি
যুদ্ধের মাঝে ট্রাম্পের সাথে বৈঠকে যুক্তরাষ্ট্রে ছুটলেন নেতানিয়াহু
রাজশাহীতে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত তিন, আহত অর্ধশত
পুরান ঢাকায় নাজিমউদ্দিন রোডে আগুন, নিহত ১